
দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীকে সোমবার চতুর্থ বারের জন্য তলব করেছে সিবিআই। গত শুক্রবার থেকে তাঁকে জেরা করছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। প্রথম দিন অর্থাৎ শুক্রবার ১০ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় রিয়াকে। এরপর শনিবার ৭ ঘণ্টা এবং রবিবার ৮ ঘণ্টা ধরে জেরা করা হয়েছে রিয়াকে।
সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীও। গত বৃহস্পতিবার থেকে তাঁকে জেরা করছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। গত বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল রিয়ার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীকেও। মুম্বইয়ের সান্তাক্রুজে ডিআরডিও-র গেস্ট হাউসে রয়েছে সিবিআইয়ের দশ সদস্যের দল। সেখানেই চলছে জিজ্ঞাসাবাদ।
রিয়া এবং তাঁর পরিবারের সদস্যরা ছাড়াও সুশান্ত সিং রাজপুতের বান্দ্রার ফ্ল্যাটের রাঁধুনি নীরজ সিং এবং অভিনেতার বন্ধু সিদ্ধার্থ পিঠানিকেও বেশ কয়েকবার জেরা করেছে সিবিআই। সুশান্তের আহেশ সময়ে এই দুজনই ছিলেন ফ্ল্যাটে। তাই তাঁদের নিয়ে গিয়ে ঘটনাস্থলে ক্রাইম সিন পুনর্নির্মাণ করেও দেখেন তদন্তকারী আধিকারিকরা। জানা গিয়েছে, রবিবার সকালে ডিআরডিও-র গেস্ট হাউসে গিয়েছিলেন সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং ফ্ল্যাটের পরিচারক কেশব। এছাড়াও সুশান্তের অ্যাকাউটেন্ট রজত মেওয়াতি-কেও শনিবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল সিবিআই।
গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের দেহ। অভিনেতার মর্মান্তিক পরিণতি দেখে হতবাক হয়ে গিয়েছিল গোটা দেশ। এরপর সময় যত এগিয়েছে ততই বেড়েছে রহস্য। অভিযোগ, পাল্টা অভিযোগে বারবার অভিযুক্তের তালিকায় উঠে এসেছে রিয়া চক্রবর্তীর নাম। প্রসঙ্গত, গত ১৯ অগস্ট সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানায় যে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করবে সিবিআই। এরপর গত ২১ অগস্ট মুম্বই এসে পৌঁছয় সিবিআইয়ের দশ সদস্যের একটি দল। সেদিন থেকেই তদন্ত শুরু করে সিবিআই। তদন্ত শুরুর আটদিনের মাথায় রিয়াকে সমন পাঠায় তারা। এরপর থেকে চলছে ম্যারাথন জেরা।