
ইস্টবেঙ্গলে পেড্রো মানজি, না রোনাল্ডোর দেশের স্ট্রাইকার, ঠিক হবে সপ্তমীর দিন
এক জটিল কারণে আয়ারল্যান্ডের স্ট্রাইকার অ্যান্থনি স্টোকসের লাল হলুদে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেল। তিনি হতেন দলের সাত নম্বর বিদেশী, কিন্তু প্রথমত ভিসা সমস্যা রয়েছে স্টোকসের।
দ্য ওয়াল ব্যুরো : তীরে এসে তরী ডোবা মনে হয় একেই বলে। একেবারে ভারতে আসার বিমান ধরতে যাবেন, আচমকা এসে দেখলেন বাড়িতে পাসপোর্ট ফেলে এসেছেন। আবার বাড়ি ফিরলে বিমান মিস করতে হবে, আর পাসপোর্ট ছাড়া বিমানে ওঠা মানে বড়সড় কেলেঙ্কারি!
ইস্টবেঙ্গলের সঙ্গে প্রাথমিক কথাবার্তা সব সারাই ছিল। শ্রী সিমেন্টের কর্তাব্যক্তিরা ই-মেল মারফৎ তাঁর চুক্তিপত্রও পাঠিয়ে দিয়েছিলেন।
কিন্তু এক জটিল কারণে আয়ারল্যান্ডের স্ট্রাইকার অ্যান্থনি স্টোকসের লাল হলুদে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেল। তিনি হতেন দলের সাত নম্বর বিদেশী, কিন্তু প্রথমত ভিসা সমস্যা রয়েছে স্টোকসের।

এমনকি গত দেড়বছর আগে তাঁর বান্ধবীর সঙ্গে ঝামেলা থানা-পুলিস পর্যন্ত গড়ায়। এমনকি আদালতে স্টোকসের নামে মামলাও করেছিলেন সেই বান্ধবী। সেই কারণে তিনি আচমকা বিদেশে যেতে পারবেন না। এর মধ্যেই তাঁর শুনানির দিন রয়েছে।
তিনি এবার ইস্টবেঙ্গলে খেলতে এলে মরসুমের মাঝপথে তাঁকে ফিরে যেতে হতো। সেটা চান না রিক্রুটাররা। তাই শ্রী সিমেন্টের কর্তারা স্টোকসকে ছাড়াই ভাবনাচিন্তা শুরু করেছেন। আর সেই হিসেবে লাল হলুদ দল ঝাঁপাতে চাইছে চেন্নাই সিটি এফসি-র তারকা পেড্রো মানজির জন্য। পেড্রোর অবশ্য চুক্তি রয়েছে পুরনো ক্লাবের সঙ্গে, তাঁকে আনতে গেলে দুই কোটি টাকা ট্রান্সফার ফি দিতে হবে ক্লাবকে।
সেই হিসেবে ইস্টবেঙ্গল পেতে চাইছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ পর্তুগালের এক স্ট্রাইকারকে। ২৫ বছর বয়স তাঁর, উচ্চতা প্রায় ছয় ফুটের কাছে। বেনফিকা ক্লাবে খেলেছেন। তাঁর নাম অবশ্য প্রকাশ করা হচ্ছে না। কিন্তু দৌড়ে এগিয়ে রয়েছেন ওই পর্তুগিজ স্ট্রাইকার। তাঁর নাম ঘোষণা হতে পারে সপ্তমীর দিন।
এদিকে মাঝমাঠ ও আক্রমণভাগ মোটামুটি তৈরি হলেও ডিফেন্সে এখনও কিছুটা মেরামত করা বাকি। আর তাই সেই ডিফেন্সে জোর আনতে ইস্টবেঙ্গল তুলে আনতে চলেছে ভারতীয় ফুটবলের ভবিষ্যতের তারকা হিসেবে পরিচিত মিজো ডিফেন্ডার সাইরুত কিমাকে। ২২ বছরের এই ডিফেন্ডার এর আগে আইএসএলে খেলেছেন জামসেদপুর এফসি এবং বেঙ্গালুরু এফসির হয়ে।
কিমা মূলত ইয়ুথ ডেভলপমেন্ট সিস্টেমের অন্তর্ভুক্ত ছিলেন, তাঁকে মনে ধরেছে ইস্টবেঙ্গলের সহকারি কোচ রেনেডি সিংয়ের। কিমার নাম রেনেডিই কোচ ফাউলারকে জানান। সেই হিসেবে গোয়া শিবিরে কিমাকে ডেকেছেন লাল হলুদের হেডস্যার।