
করোনা আতঙ্কে আইপিএল বন্ধ হোক, বিসিসিআইয়ের বিরুদ্ধে জনস্বার্থ মামলা
আগামী ২৯ মার্চ শুরু হওয়ার কথা আইপিএল। চলবে ২৪ মে পর্যন্ত। এখন এই ব্যাপারে মাদ্রাজ হাইকোর্ট কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।
দ্য ওয়াল ব্যুরো: করোনা ভাইরাসের প্রভাব পড়ছে বিশ্বের একাধিক লিগে। কিছু লিগ বন্ধ হচ্ছে, তো কোথাও দর্শক ছাড়াই খেলা হচ্ছে। কিন্তু আইপিএল বন্ধ হবে না বলে সাফ জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার আদালতে আবেদন হল। আবেদন জমা পড়েছে মাদ্রাজ হাইকোর্টে।
বুধবার সকালে মাদ্রাজ হাইকোর্টে এই আবেদন করেছেন আইনজীবী জি অ্যালেক্স বেনজিগর। তাঁর আবেদন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট অনুসারে করোনাভাইরাসের কোনও নির্দিষ্ট ওষুধ নেই। বা, আটকানোর উপায় নেই। যখন বিদেশ থেকে আসা পর্যটকদের ক্ষেত্রে বিভিন্ন রাজ্য ও কেন্দ্র সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে, সেখানে আইপিএল কী ভাবে হতে পারে। কারণ এই খেলা উপলক্ষ্যে বিভিন্ন দেশের ক্রিকেটার ও সমর্থকরা আসেন। তাঁদের মাধ্যমে এই ভাইরাস আরও ছড়িয়ে পড়তে পারে। সেইসঙ্গে দেশি-বিদেশি ক্রিকেটাররাও এই ভাইরাসের কবলে পড়তে পারেন। তাই অবিলম্বে এই টুর্নামেন্ট বন্ধ করার নির্দেশ দিক আদালত।
অ্যালেক্স আরও বলেন, ইতিমধ্যেই এই ভাইরাসের কবল থেকে বাঁচতে ইতালিয়ান সিরি এ-র একাধিক ম্যাচ বাতিল করা হয়েছে। ৩ এপ্রিল পর্যন্ত কোনও মাঠে দর্শকরা ঢুকতে পারবেন না বলেই জানিয়ে দিয়েছে সেই দেশের সরকার। বন্ধ হয়েছে শ্যুটিং বিশ্বকাপ, ভারতীয় ফুটবল দলের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ। সেখানে ভারতের মতো দেশে এতগুলো রাজ্য জুড়ে এই টুর্নামেন্টের আয়োজন খুবই ঝুঁকির হয়ে যেতে পারে। বিসিসিআই যদি এই কথা না ভাবে তাহলে আদালতকেই ব্যবস্থা নিতে হবে বলেই তাঁর আবেদন। বৃহস্পতিবার বিচারপতি এম এম সুনদ্রেস ও বিচারপতি কৃষ্ণণ রামস্বামীর ডিভিশন বেঞ্চে এই আবেদনের শুনানি হওয়ার কথা।
এর আগেও একাধিকবার আইপিএল বন্ধ হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, কোনওমতেই এই টুর্নামেন্ট বন্ধ হবে না। এমনকি মাঠে দর্শক আসার ক্ষেত্রেও কোনও রকমের বিধিনিষেধ লাগু হবে না। এই পরিস্থিতিতে যা যা সতর্কতা নেওয়ার তা বোর্ড নেবে। সৌরভের যুক্তি, আইপিএলের মতো একটা টুর্নামেন্টের সঙ্গে বোর্ড ছাড়াও আরও একাধিক সংস্থা যুক্ত থাকে। বহুদিন ধরে অনেক রকমের প্রস্তুতি চলে। তাই এখন এই টুর্নামেন্ট বন্ধ করে দিলে তাতে আর্থিকভাবে অনেকের অনেক ক্ষতি হবে। তাই সবরকমের সতর্কতা মেনেই এই টুর্নামেন্ট হবে।
আগামী ২৯ মার্চ শুরু হওয়ার কথা আইপিএল। চলবে ২৪ মে পর্যন্ত। এখন এই ব্যাপারে মাদ্রাজ হাইকোর্ট কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।