
ব্যাটে দুরন্ত সেঞ্চুরি, বল হাতে ৪ উইকেট, ১৪ বছরেই ফুল ফোটাচ্ছে দ্রাবিড়ের ছেলে
নিজের ব্যাটিং ও বোলিং প্রতিভা নিয়ে ভারতীয় ক্রিকেটে উঠে আসছে রাহুল দ্রাবিড়ের ছেলে। সমিতকে দেখে ফের আশা করছেন ভারতের ক্রিকেট প্রেমীরা। বাবার মতোই যাতে সে ভারতীয় দলে খেলতে পারে সেই প্রার্থনা করছেন তাঁরা।
দ্য ওয়াল ব্যুরো: বাবা শুধু ব্যাট করতেন। ছেলে ব্যাট করার পাশাপাশি বলটাও দুরন্ত করে। মাত্র ১৪ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে পরিচিত নাম হয়ে উঠতে শুরু করেছে ভারতের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়ের ছেলে সমিত দ্রাবিড়। দু’মাসে জোড়া ডবল সেঞ্চুরির পরে ফের ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকিয়েছে সমিত। সেইসঙ্গে বল হাতে নিয়েছে ৪ উইকেট। তার অলরাউন্ড পারফরম্যান্সের উপর ভর করেই সেমিফাইনালে পৌঁছেছে তার স্কুল।
নিজের স্কুল মালিয়া অদিতি ইন্টারন্যাশনাল স্কুলের হয়ে বিটিআর শিল্ড অনূর্ধ্ব ১৪ টুর্নামেন্টের গ্রুপ ওয়ানের কোয়ার্টার ফাইনালে বিদ্যাশিল্প অ্যাকাডেমির বিরুদ্ধে ১৩১ বলে ১৬৬ রানের ইনিংস খেলেছে সমিত। মেরেছে ২৪টি চার। শুধু তাই নয়, পরে বল করতে গিয়ে মাত্র ৩৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছে সে। সমিতের ব্যাটে ভর করে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩০ তুলেছিল মালিয়া অদিতি ইন্টারন্যাশনাল স্কুল। জবাবে ৩৮.৫ ওভারে ১৮২ রানে অলআউট হয়ে যায় বিদ্যাশিল্প অ্যাকাডেমি। এই জয়ের ফলে বিটিআর শিল্ড অনূর্ধ্ব ১৪ টুর্নামেন্টের গ্রুপ ওয়ানের সেমিফাইনালে পৌঁছে গেল তার দল।
এর আগে ১৫ ফেব্রুয়ারি শ্রী কুমারণ চিল্ড্রেন্স অ্যাকাডেমির বিরুদ্ধে ১৪৬ বলে ২১১ রান করে সমিত। ৩৩টি চারে সাজানো এই সেঞ্চুরিতে ছিল ক্রিকেটীয় শিল্পের ঝলক। তারপর বল হাতে ২ উইকেটও নেয় সে। তার অলরাউন্ড পারফরম্যান্সের ফলেই ২৬৭ রানে ম্যাচ জিতে যায় মালিয়া অদিতি ইন্টারন্যাশনাল স্কুল।
গত বছর ডিসেম্বর মাসে অনূর্ধ্ব ১৪ ইন্টার-জোনাল টুর্নামেন্টে ধারওয়াড় জোনের বিরুদ্ধে ভাইস প্রেসিডেন্ট ইলেভেনের হয়ে খেলতে গিয়ে ২৫৬ বলে ২০১ করেছিল সমিত। সেই ম্যাচে ২২টি চার মেরেছিল সে। প্রথম ইনিংসে ডবল সেঞ্চুরির পরে দ্বিতীয় ইনিংসে ৯৪ করেছিল সমিত। সেই ম্যাচেও ৩ উইকেট নিয়েছিল সমিত।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এখনও পর্যন্ত সবথেকে বেশি আলোচনা হয় শচীন তেণ্ডুলকরের ছেলে অর্জুনকে নিয়ে। বাঁ’হাতি ব্যাটসম্যান ও বা’হাতি পেস বোলার অর্জুন অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে মুম্বইয়ের হয়ে খেললেও এখনও সেরকম নাম করতে পারেনি। কিন্তু এরমধ্যেই নিজের ব্যাটিং ও বোলিং প্রতিভা নিয়ে ভারতীয় ক্রিকেটে উঠে আসছে রাহুল দ্রাবিড়ের ছেলে। সমিতকে দেখে ফের আশা করছেন ভারতের ক্রিকেট প্রেমীরা। বাবার মতোই যাতে সে ভারতীয় দলে খেলতে পারে সেই প্রার্থনা করছেন তাঁরা।