
ভারতীয় ক্রিকেটে ফিটনেসের সংজ্ঞা বদলে দিয়েছেন বিরাট, মন্তব্য ওয়াকারের
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দলের একজন ক্রিকেটার হিসেবে গত কয়েক বছরে নিজেকে অনেকটাই উঁচুতে তুলেছেন বিরাট কোহলি। প্রতিদিন যেন আরও বেশি করে নিজেকে লেজেন্ডের পর্যায়ে তুলে আনছেন বিরাট। শুধুমাত্র নিজের ব্যাটিং টেকনিক দিয়েই নয়, অলরাউন্ড পারফরম্যান্সের জোরে গোটা দুনিয়ায় তাবড় তাবড় ক্রিকেটারদের পছন্দের তালিকায় সবার আগে উঠে এসেছেন বিরাট। শুধু ক্রিকেটার নয়, একজন অ্যাথলিট হিসেবেও নিজেকে অনেক উঁচুতে তুলে এনেছেন বিরাট। সেটাই আরও একবার বলছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও কোচ ওয়াকার ইউনিস।
সম্প্রতি একটি অনলাইন আড্ডায় নিজের এই মন্তব্য করেন ওয়াকার। সেখানে শুধুমাত্র বিরাটের ক্রিকেট প্রতিভা নয়, তাঁর ফিটনেস নিয়েও মন্তব্য করেন ওয়াকার উইনিস। নিজের ফিটনেসকে এত উঁচু জায়গায় তুলে নিয়ে যাওয়ার জন্য ভারতীয় অধিনায়কের প্রশংসা করেন তিনি। নিজের খেলার ক্ষেত্রে এই ফিটনেসকে এত গুরত্ব দেওয়ার জন্য বিরাটের তারিফ করেন প্রাক্তন পাক পেস বোলার।
ওয়াকার বলেন, “বিরাট কোহলি নিজেকে এই কয়েক বছরে অনেক উপরে নিয়ে গিয়েছেন। টি ২০ ক্রিকেট ও ওয়ান ডে ক্রিকেটে তিনি দুর্দান্ত। সেইসঙ্গে টেস্ট ক্রিকেটেও নিজেকে সেরার পর্যায়ে নিয়ে গিয়েছেন কোহলি। কিন্তু ভারতীয় ক্রিকেটে তিনি যে বদলটা নিয়ে এসেছেন সেটা হল ফিটনেস। ভারতীয় দল এখন দুর্দান্ত ফিট একটা দল। সেই পরিবর্তনটা বিরাট নিজে এনেছেন।”
বিরাটের এই ফিটনেসের জন্যই গোটা দুনিয়ার সবার কাছে তিনি এত প্রশংসা পান বলেই জানিয়েছেন ইউনিস। কোহলির স্পিরিটের প্রশংসা করেছেন তিনি। ইউনিস বলেন, “গোটা দুনিয়ার কাছে ফিটনেসকে অনেক উঁচু জায়গায় নিয়ে গিয়েছেন বিরাট। ভারতীয় ক্রিকেটে ফিটনেসের সংজ্ঞা বদলে দিয়েছেন তিনি। ফিটনেসে বিরাটকে হারানো কঠিন। সেইজন্য বিরাটকে সবার এত পছন্দ। বিরাট সবসময় ফিট। সেটা ওর মুখচোখ দেখেই বোঝা যায়। সবসময় একটা লড়াই করা, হার না মানা মানসিকতা ওর রয়েছে। তাই সবাই ওকে এত পছন্দ করে। আমরা বিরাটকে ওইজন্যই এত ভালবাসি।”
পাকিস্তানের বিরুদ্ধে অবশ্য বরাবরই অন্য ধরনের ক্রিকেট খেলে থাকেন বিরাট। তাঁর সাম্প্রতিক বেশ কিছু ভাল পারফরম্যান্স পাকিস্তানের বিরুদ্ধেই এসেছে। সে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হোক, কিংবা টি ২০ বিশ্বকাপে কঠিন পরিস্থিতিতে পাকিস্তানকে হারানো, সব ক্ষেত্রেই বিরাটের শ্রেষ্ঠত্বের পরিচয় পাওয়া গিয়েছে। তারপরেও বিরাটের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানেরই এক কিংবদন্তি।