
দ্য ওয়াল ব্যুরো: চতুর্থিকে টপকে গেছিল পঞ্চমী। এবার পঞ্চমীকে পেরিয়ে গেল ষষ্ঠী। বাংলার দৈনিক কোভিড সংক্রমণে ফের রেকর্ড।
বৃহস্পতিবার সন্ধেবেলা স্বাস্থ্য ভবন যে বুলেটিন দিয়েছে তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন চার হাজার ১৫৭ জন। সুস্থ হয়েছেন তিন হাজার তিন হাজার ৬০৮ জন। একদিনে করোনা নিয়ে রাজ্যে মৃত্যু হয়েছে ৬৪ জনের।
গত এক মাস ধরেই ধাপে ধাপে বাড়ছে আক্রান্ত ও সুস্থ হওয়ার ফারাক। যার ফলে বাড়ছে কোভিড সক্রিয় রোগীর সংখ্যাও। ষষ্ঠীর বুলেটিন বলছে, বাংলায় এই মুহূর্তে নভেল করোনাভাইরাস সক্রিয় রয়েছে ৩৬ হাজার ৬৪ জনের শরীরে।
এদিনের বুলেটিন অনুযায়ী রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিন লক্ষ ৩৭ হাজার ২৮৩ জন। এ পর্যন্ত সেরে উঠেছেন দু’লক্ষ ৯৪ হাজার ৯১১ জন। রাজ্যে কোভিডে মোট মৃত্যু হয়েছে ছ’হাজার ৩০৮ জনের।
ষষ্ঠীর সংক্রমণেও শীর্ষে কলকাতা। আক্রান্ত হয়েছেন ৮৭৪ জন। তার পিছনেই উত্তর ২৪ পরগনা। একদিনে আক্রান্তের সংখ্যা ৮৬৪ জন।
দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে দুশোর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। উত্তরবঙ্গের দার্জিলিং এবং মালদা ও দক্ষিণ বঙ্গের নদিয়া, দুই মেদিনীপুর,দুই বর্ধমানে সংক্রামিত হয়েছেন শতাধিক করে মানুষ।