
দ্য ওয়াল ব্যুরো: ফের উঠে এল মুর্শিদাবাদের বহরমপুরের স্মৃতি। সপ্তমীর সকালেই বড়সড় পথ দুর্ঘটনা ঘটল হুগলিতে। হুগলির হরিপালের চাপাডাঙ্গায় রেলিং ভেঙে যাত্রী বোঝাই একটি বাস খালে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, এ দিন সকালে ৯ টা নাগাদ ২৬ নম্বর রুটের যাত্রীবোঝাই ওই বাসটি ডাকাতিয়া খালের উপর খাজুরিয়া ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মারে। তারপর রেলিং ভেঙে সেটি নিচের খালে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত বাসিন্দারা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন বলে জানা গেছে।
খবর দেওয়া হয় হরিপাল থানায়। পুলিশ আসার আগেই উদ্ধারকাজ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। বাসের জানলার কাঁচ ভেঙে যাত্রীদের উদ্ধার করা শুরু হয়। আহতদের দ্রুত হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, আহতদের মধ্যে বেশ কয়েকজনের চোট গুরুতর। তাঁদের মাথা ও কোমরে আঘাত লেগেছে।
হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ২ জন ও সেখানে নিউই যাওয়ার পর আরও ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বাকি ২০-২২ জন আহত অবস্থায় ভর্তি আছেন হরিপাল গ্রামীণ হাসপাতালে। তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। বাসে এখনও কেউ আটকে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই বাস চালক পলাতক। তাঁর খোঁজ শুরু করেছে হরিপাল থানার পুলিশ। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল তাও জানার চেষ্টা হচ্ছে।
এখনও এলাকায় রয়েছে অনেক পুলিশ। দুর্ঘটনার কারণে ওই এলাকায় যানজট বেড়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না। এখনও পাঁকে কেউ আটকে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ক্রেন দিয়ে বাস টিকে তোলার চেষ্টা করা হচ্ছে।