
দ্য ওয়াল ব্যুরো: কয়লা পাচার কাণ্ডের সূত্র ধরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা শুরু করলেন সিবিআই আধিকারিকরা। এই জিজ্ঞাসাবাদের জন্য আট সদস্যের দল গঠন করেছে সিবিআই। রুজিরাকে প্রশ্ন করার জন্য আট পাতার একটি প্রশ্নপত্রও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তৈরি করেছে বলে খবর।
সূত্রের খবর, এদিন কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন সিবিআইয়ের এসপি পদমর্যাদার আধিকারিকরা। বিশ্বজিৎ দাসের নেতৃত্বে জিজ্ঞাসাবাদ চলছে। রয়েছেন উমেশ কুমারও। জানা গিয়েছে, প্রাথমিকভাবে তাঁকে সাধারণ কিছু প্রশ্ন করা হচ্ছে। অর্থাৎ তাঁর পাসপোর্ট, মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বিদেশ যাত্রা সংক্রান্ত প্রশ্ন করছেন আধিকারিকরা।
সিবিআই সূত্রে খবর, পরবর্তী পর্যায়ে ব্যাঙ্ককের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত লেন-দেনের বিষয়ে জানতে চাওয়া হবে রুজিরার কাছে। সেখানে নির্দিষ্ট কিছু লেন-দেন সংক্রান্ত তথ্য সিবিআইয়ের কাছে রয়েছে। সেই সমস্ত তথ্য দেখিয়েই তাঁকে প্রশ্ন করবে কেন্দ্রীয় সংস্থা।
মঙ্গলবার সকালে সিবিআই গোয়েন্দারা অভিষেকের কালীঘাটের বাড়ি শান্তিনিকেতনে পৌঁছনোর আগেই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল সাড়ে ১১টা নাগাদ অভিষেকের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। ১১টা ৩৫ নাগাদ সেখান থেকে তিনি বেরিয়ে যান। ঠিক তার ২ মিনিটের মধ্যে সেখানে ঢোকেন সিবিআই গোয়েন্দারা।
বেআইনি কয়লা পাচার কাণ্ডের সূত্র ধরে রবিবার দুপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলাকে নোটিস দিতে তাঁর বাড়িতে পৌঁছে গেছিল সিবিআই টিম। ২৪ ঘণ্টার মধ্যে সোমবার সিবিআইকে জবাব দেন রুজিরা। জানান, মঙ্গলবার তিনি সময় দিতে পারবেন সিবিআইকে। সেই মতো আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করতে সিবিআই গোয়েন্দারা অভিষেকের কালীঘাটের বাড়ি শান্তিনিকেতনে পৌঁছেছেন।
এর আগে গতকাল অভিষেকের শ্যালিকা মানেকা গম্ভীরকেও তাঁর ফ্ল্যাটে গিয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে জেরা করেন সিবিআই আধিকারিকরা।