
দ্য ওয়াল ব্যুরো: ব্রিগেডে যাওয়ার অপরাধে একাধিক আইএসএফ কর্মীর উপর হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গায়। রবিবার রাত ১১ টা নাগাদ তৃণমূলের একদল দুষ্কৃতী আচমকা এলাকায় ঢুকে আব্বাস সিদ্দিকীর অনুগামীদের মারধর করতে থাকে এবং প্রাণ নাশের হুমকি দেয় বলে অভিযোগ। জখম হন আখতারুল বিশ্বাস, ফজলুর রহমান, আখতারুজ্জামা ও রহিমা বিবি।
এক আক্রান্তের স্ত্রী রঙ্গিলা বিবি বলেন, “বিগ্রেড সমাবেশ থেকে ফেরার পরেই স্থানীয় তৃণমূলের নেতা রবিউল ইসলাম, শামসুল হক, জিয়ারুল, মিরাজ বিশ্বাস, শহিদ বিশ্বাস, আহাদ আলি বিশ্বাস, এজাবুল ইসলাম ও আবু ছালাম মণ্ডলেরা দল বেঁধে হাতে বাঁশ, রড, ও বোম- পিস্তল নিয়ে পাড়ায় ঢোকে। একের পর এক বাড়িতে ভাঙচুর চালায় ও বাড়ির পুরুষদের মারধর করে। বাধা দিতে গেলে মহিলাদেরও মারধর করে এবং শ্লীলতাহনি করে।”
আব্বাসের দলের অনেকের মাথায়, কোমরে, কাঁধে আঘাত লেগেছে। আক্রান্তদের আরও অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা সারা রাত বাড়ি ঘিরে রাখে যাতে পুলিশের কাছে অভিযোগ জানাতে না যেতে পারেন তাঁরা।
যদিও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দেগঙ্গা থানার বিশাল পুলিশবাহিনী। আহতদের উদ্ধার করে স্থানীয় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তৃণমূলের তরফ থেকেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।