
দ্বিতীয় দফায় বাঁকুড়া, দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় কোন কোন আসনে ভোট, এক নজরে
দ্য ওয়াল ব্যুরো: ২-য় দফায় ভোট গ্রহণ হবে ১ এপ্রিল। এই দফায় ৪ জেলার ৩০ টি আসনে ভোট গ্রহণ করা হবে। ওই জেলাগুলি হল, বাঁকুড়া (পার্ট-২), পূর্ব মেদিনীপুর (২), পশ্চিম মেদিনীপুর (পার্ট-২) এবং দক্ষিণ ২৪ পরগণা (পার্ট-১)।