
দ্য ওয়াল ব্যুরো: করোনার চিকিৎসার বর্জ্য এ বার নির্দিষ্ট ব্যাগে ভরে তথ্য সমৃদ্ধ বারকোড লাগানোর নির্দেশ দিল রাজ্য সরকার। জানা গিয়েছে, পিপিই, মাস্ক, গ্লাভস-সহ কোভিড চিকিৎসায় ব্যবহৃত যাবতীয় সরঞ্জামের বর্জ্য এ বার থেকে নির্দিষ্ট ব্যাগে ভরা হবে। পরিত্যক্ত বর্জ্যের ধরণ অনুসারে হলুদ, লাল, নীল বা কালো রংয়ের ব্যাগে ভরে তাতে বারকোড লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি চিকিৎসার বর্জ্য অপসারণের জন্য বিভিন্ন রাজ্যকে বারকোড ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। কেন্দ্রের সেই নির্দেশিকা মেনেই বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে কোভিড চিকিৎসায় ব্যবহারের পর ফেলে দেওয়া পিপিই কিট, মাস্ক, গ্লাভস, সানগ্লাস এবং অন্যান্য জিনিসগুলি অন্য কোনও আবর্জনার সঙ্গে মেশানো যাবে না।
ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলাতেও বিভিন্ন হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জাম যেখানে সেখানে পড়ে থাকা, চুরি হয়ে যাওয়া কিংবা বিজ্ঞানসম্মতভাবে না ফেলার অভিযোগ উঠেছিল। বৃহস্পতিবার রাজ্য সরকারের জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অত্যন্ত সাবধানতার সঙ্গে নিয়ম মেনে এই সমস্ত বর্জ্য পদার্থ নির্দিষ্ট ব্যাগের মধ্যে ভরতে হবে। তারপর সেই ব্যাগে উপযুক্ত তথ্য পূর্ণ বারকোড লাগাতে হবে।
কোভিডের চিকিৎসার বায়োমেডিক্যাল বর্জ্য পদার্থ জমা করার জন্য দ্বিস্তরীয় ব্যাগ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাগের উপর সঠিক ভাবে লেবেল লাগানোর কথা বলা হয়েছে, যাতে সহজেই সেন্ট্রাল বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ফেসিলিটি তা শনাক্ত করতে পারে। রাজ্য সরকারের জারি করা নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছ যে ব্যাগে বর্জ্য ভরা হবে সেখানে যেন বিশেষ ভাবে চিহ্ন বা বারকোড লাগানো থাকে। সেই ব্যাগে কি রয়েছে, কোথা থেকে এসেছে তার বিবরণও দিতে হবে সবিস্তারে।
ছবি প্রতীকী