
দ্য ওয়াল ব্যুরো: রবিবার কলকাতায় ব্রিগেড সমাবেশ রয়েছে বিজেপির। এই সভা থেকেই বাংলায় কার্যত নিজের নির্বাচনী প্রচার শুরু করে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার আগেই সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল নদিয়া থেকে শুরু করে দক্ষিণ ২৪ পরগনা। একদিকে যখন নদিয়ায় ব্রিগেডের প্রচারে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন বিজেপি নেতা, অন্যদিকে তখন ভাঙড়ে ব্রিগেড গামী বাসে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ চালিয়েছে তৃণমূল।
বিজেপি সূত্রে খবর, শনিবার রাতে নদিয়ার হরিণঘাটা ১০ নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি সঞ্জয় দাস ব্রিগেডের প্রচার করছিলেন। সেইসময় তাঁকে লক্ষ্য করে গুলি করা হয় বলে অভিযোগ। গুলি লাগে সঞ্জয়ের ডান পায়ে। তারপরেই তাঁকে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয় বলে খবর। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গুলি করেছে বিজেপি নেতাকে।
এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাদের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই হামলা হয়েছে। এর সঙ্গে তৃণমূলের কেউ যুক্ত নয়।
অন্যদিকে রবিবার সকালে ব্রিগেডের সভায় যাওয়ার পথে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের সাকসা গ্রামে বিজেপি কর্মী সমর্থকদের বাসে তৃণমূল কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। লাঠি, রড নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। পাথর ছুড়ে বাসে কাঁচ ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এমনকি অনেকের মোবাইলও কেড়ে নেওয়া হয়েছে বলে খবর।
বিজেপির এই অভিযোগের জবাবে শাসক দলের পাল্টা অভিযোগ, তৃণমূল কর্মীদের উপরেই হামলা হয়েছে। এমনকি তাদের কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়ারও অভিযোগ উঠেছে। এই সংঘর্ষে দুই দলের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর।
সংঘর্ষের খবর পেয়ে সেখানে গিয়ে উপস্থিত হয় বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে খবর।