
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল হাওড়ার বাঁকরায়। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
বিজেপির অভিযোগ, শুক্রবার রাতে বাঁকরা পশ্চিমপাড়া এলাকায় একটি দোতলা বাড়ির মধ্যে ভোটার তালিকায় নাম সংশোধনের কাজ চলাকালীন তাদের কর্মীদের উপর হামলা চালানো হয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বাঁশ, রড দিয়ে অতর্কিতে হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় বাঁকড়ার বিজেপি মণ্ডল সভাপতি ও আরও চারজন দলীয় কর্মী আক্রান্ত হন বলে জানিয়েছে তারা।
গেরুয়া শিবিরের অভিযোগ, শেখ নিজামুদ্দিন নামের ওই মণ্ডল সভাপতিকে দোতলা বিল্ডিংয়ের ছাদের সিঁড়ি দিয়ে ধাক্কা মারতে মারতে নীচে ফেলা হয়। এতে তিনি গুরুতর চোট পান। তাঁকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অবশ্য স্থানীয় তৃণমূল নেতৃত্ব সব অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য শেখ আব্দুল সালাম জানিয়েছেন, কিছু বহিরাগত এলাকায় এসে একটা বাড়িতে ঢুকেছিল। এলাকার লোকেদের সন্দেহ হয়। খবর যায় তৃণমূল নেতৃত্বের কাছে। তাঁরাই খবর দেন পুলিশে।
বিজেপি সদরের সভাপতি সুরজিৎ সাহা পাল্টা জানিয়েছেন, গণতন্ত্র বলে এখানে কিছু নেই। তাই তাঁদের ওপর হওয়া হামলা পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তৃণমূল ও বিজেপি দু’পক্ষের তরফেই অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।