
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: গভীর রাতে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটল। এই বোমাবাজির পিছনে তৃণমূলেরই পঞ্চায়েত প্রধানের স্বামীর হাত রয়েছে বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ডোমকলের ধূলাউড়ি এলাকায়। শনিবার গভীর রাতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য তাসিকুল ইসলামের বাড়িতে বোমাবাজির অভিযোগ ওঠে। অনেকগুলি সকেট বোমা ও সুতো বোমা ছোড়া হয় বলে অভিযোগ। সেই সময় বাড়িতেই ছিলেন ওই পঞ্চায়েত সদস্য। তবে তিনি বা পরিবারের অন্য কেউ আহত হননি বলেই খবর।
এই ঘটনায় রবিবার সকালে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযোগ ওঠে, তাসিকুলকে প্রাণে মারার জন্যই বোমা ছুড়েছে দুষ্কৃতীরা। ভাগ্য ভাল থাকায় প্রাণে বেঁচে গিয়েছেন সবাই। তবে এই বোমাবাজির ঘটনায় বাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর।
তাসিকুলের পরিবারের অভিযোগ, বছর খানেক আগে পঞ্চায়েত প্রধান আঙ্গুরা বিবির কাছে কাজের ব্যাপারে জানতে গেলে তাঁর সঙ্গে বচসা হয় আঙ্গুরা বিবির। এমনকি তারপর থেকে দলীয় মিটিংয়েও তাঁকে ডাকা হত না। পঞ্চায়েত সদস্য হওয়া সত্ত্বেও তাঁকে না জানিয়ে অনেক সিদ্ধান্ত নেওয়া হত। এই অভিযোগ তুলে ডোমকলের বিডিও-র কাছে গত ৯ নভেম্বর লিখিত অভিযোগ দায়ের করেন তাসিকুল। তারপরেই প্রধান আঙ্গুরা বিবির স্বামী আসাদুল ইসলাম তাঁকে প্রাণে মারার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন তাসিকুল। তাঁর অভিযোগ, এই হামলার পিছনে আসাদুলের হাত রয়েছে।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন আসাদুল। উলটে তিনি অভিযোগ করেছেন, সিপিএম ও কংগ্রেসের চক্রান্তে পড়ে এইসব অভিযোগ করছেন তাসিকুল। তাঁদের মধ্যে কোনও শত্রুতা নেই। তিনি আরও বলেন, দলীয় মিটিংয়ে ডাকলে তাসিকুল নিজেই আসেন না। দলবিরোধী কাজ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেইসব থেকে সবার নজর ঘোরাতেই এই হামলার অভিযোগ তিনি করছেন বলে জানিয়েছেন আসাদুল।
রবিবার সকালেই এলাকায় যায় পুলিশ। তদন্তের দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এলাকার পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেদিকে লক্ষ্য রাখছেন তাঁরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।