
দ্য ওয়াল ব্যুরো: এক তরুণী গৃহবধূকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদহের ভুতনি থানা এলাকার দমনটোলা এলাকায়। বৌদিকে দেওয়া কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে খুনের অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। অভিযোগ, যৌনাঙ্গ সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে খুন করা হয়েছে ২১ বছর বয়সী প্রিয়াঙ্কা মণ্ডলকে।
এই ঘটনা ঘটেছে বুধবার রাতে। প্রিয়াঙ্কার স্বামী সহ শ্বশুর বাড়ির সমস্ত লোকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন তাঁর মা দয়ামতী দেবী। অভিযুক্তরা পলাতক বলে জানিয়েছে পুলিশ। তাদের পেতে তল্লাশি চলছে।
বিহারের কাটিহার জেলার মেয়ে প্রিয়াঙ্কা। বছর আড়াই আগে মালদহে বিয়ে হয় তাঁর। প্রিয়াঙ্কার মায়ের অভিযোগ, পাত্র পক্ষের দাবি মেনে ঘটি বাটি বেচে পণ দেওয়া হয়েছিল, যাতে মেয়ে ভাল থাকে কিন্তু কোথায় কী!
বিয়ের কয়েক মাস পর থেকেই অশান্তি শুরু হয় জামাই ফটিক মণ্ডল ও প্রিয়াঙ্কার। তাঁর মায়ের অভিযোগ, মারধর করা হতো মেয়েকে। ফটিক অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছিল অভিযোগ। দয়ামতীদেবীর বক্তব্য সেটা জানার পরেই প্র্তিবাদ জানায় তাঁদের মেয়ে তারপর শুরু হয় নিগ্রহ।
এর আগে এ নিয়ে সালিশি সভা করে সাময়িক মিটমাট হয়েছিল বলে নিহত তরুণীর মা জানিয়েছেন। কিন্তু গত কয়েক মাস ধরে দেওর সাহেব মণ্ডল উত্যক্ত করতে শুরু করে। কু প্রস্তাবে রাজি না হওয়ায় মারধরও করা হয়।
বুধবার রাতে সেই অশান্তি চরম আকার নেয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রিয়াঙ্কা মণ্ডলের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।