
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচার রুখল বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ। উদ্ধার করা হয়েছে ১০টি গরু। বিএসএফের হাতে গ্রেফতার ৬ পাচারকারী। তারা সবাই মালদা ও মুর্শিদাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তে সাগরপাড়ায় বিএসএফের ১৪১ নম্বর ব্যাটেলিয়নের হাতে ধরা পড়ে পাচারকারীরা। ১৪১ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডান্ট এন এস রাউতেলা জানিয়েছেন, “বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ ঘন কুয়াশার সুযোগ নিয়ে সাগরপাড়া সীমান্তে ৬ পাচারকারী ১০টি গরু নিয়ে পদ্মার খাল পেরিয়ে বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু বিএসএফের ১৪১ নম্বর ব্যাটেলিয়নের টহলরত জওয়ানদের নাইট ভিশন ক্যামেরায় সেটা ধরা পড়ে।”
রাউতেলা আরও বলেন, “পাচারকারীদের দেখে বিএসএফ জওয়ানদের একটি বাহিনী গিয়ে তাদের ঘিরে ধরে। পাচারকারীরা চ্যালেঞ্জ করার চেষ্টা করলে জওয়ানরা শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায়। এরপরেই পাচারকারীদের আটক করা হয়।”
বিএসএফ সূত্রে খবর, ছয় পাচারকারীর নাম সেন্টু শেখ, মিলন শেখ, বিদ্যুৎ মণ্ডল, পল্টু মণ্ডল, মজিবর রহমান ও কৌসর শেখ। এদের মধ্যে সেন্টু ও মিলনের বাড়ি মুর্শিদাবাদের ইসলামপুর থানা এলাকায়। বিদ্যুৎ, পল্টু ও মজিবরের বাড়ি মুর্শিদাবাদেরই সাগরপাড়া থানা এলাকায়। এছাড়া কৌসরের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকায়।
জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে ১০টি গরু ছাড়াও ২০০ বোতল ফেন্সিডিল বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলিও বাংলাদেশে পাচার করা হচ্ছিল। ধৃতদের গ্রেফতার করার পরে আইনি প্রক্রিয়া মেনে সাগরপাড়া থানার হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর।