
দ্য ওয়াল ব্যুরো: উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়কের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে আন্দোলিত হয়ে গেল রাজ্য রাজনীতি।
বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের নিথর দেহকে। দেখা গিয়েছে, তাঁর গলায় দড়ি বাঁধা। সেই দড়ি হাতেও বাধা। এ ঘটনার ছবি সামনে আসতেই রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এদিন বলেন, “এ ভাবে কাউকে আত্মহত্যা করতে দেখেছে কেউ! খুন করা হয়েছে দেবেন্দ্রনাথ রায়কে”। তাঁর কথায়, “ওখানকার এক তৃণমূল নেতা এই ঘটনার পিছনে রয়েছে। একুশের ভোটের আগে পথের কাঁটা সরাতেই খুন করেছে দেবেন্দ্রনাথ রায়কে”।
Body of Shri Debendra Nath Ray, BJP MLA from Hemtabad, a reserved seat, in Uttar Dinajpur, was found hanging like this in Bindal, near his village home. People are of the clear opinion that he was first killed & then hung.
His crime? He joined the BJP in 2019.
Om Shanti. pic.twitter.com/Zqbh1BZZIq
— BJP Bengal (@BJP4Bengal) July 13, 2020
দিলীপবাবু আরও বলেন, “রাজনৈতিক ভাবে পেরে না উঠে এবার খুনের রাজনীতি শুরু করেছে তৃণমূল। আমরা এর শেষ দেখে ছাড়ব। রাজ্য পুলিশকে দিয়ে এই ঘটনার তদন্ত করলে চলবে না। আমরা দাবি করছি, কেন্দ্রীয় তদন্ত এজেন্সি দিয়ে তদন্ত করাতে হবে।”
রাজ্য বিজেপি সভাপতি আরও জানিয়েছেন, এ ব্যাপারে ঘন্টা খানেকের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে নোট পাঠাবেন তিনি।
Social Media-য় কিছু লেখার ভাষা খুঁজে পাচ্ছিনা • বেশি কিছু লিখতেও চাই না | এর উত্তর আমরা মানুষেকে সঙ্গে নিয়ে দেব | শুধু সময়ের অপেক্ষা #BanglarLojjaMamata #TMchhi https://t.co/qh5E0HLbzr
— Babul Supriyo (@SuPriyoBabul) July 13, 2020
হেমতাবাদের বিজেপি বিধায়কের মৃত্যুকে খুন বলে দাবি করে সরব হলেন দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডাও। তিনি টুইট করে এই ঘটনার নিন্দা করে বলেন, পশ্চিমবঙ্গে গুন্ডারাজ চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত ব্যর্থতা প্রামাণ করল এই ঘটনা। মানুষ এটাকে ক্ষমা করবে না। ইতিমধ্যে বিজেপির রাজ্য যুব সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান হেমতাবাদের উদ্দেশে রওনা হয়েছেন। হেমতাবাদে যাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীও।
The suspected heinous killing of Debendra Nath Ray, BJP MLA from Hemtabad in West Bengal, is extremely shocking and deplorable. This speaks of the Gunda Raj & failure of law and order in the Mamta govt. People will not forgive such a govt in the future. We strongly condemn this.
— Jagat Prakash Nadda (@JPNadda) July 13, 2020
লোকসভা ভোটের আগে পুরুলিয়ায় দুই বিজেপির কর্মীর রহস্যমৃত্যু ঘটেছিল। তাঁদেরও ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনাকেও রাজনৈতিক খুন বলে অভিযোগ করেছিল বিজেপি।
হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায় এর প্রয়াণে গভীর ভাবে মর্মাহত ।
শ্রদ্ধাঞ্জলি !!💐 pic.twitter.com/f63CRSXv18— Debasree Chaudhuri (@DebasreeBJP) July 13, 2020
দিনাজপুরের বিজেপি বিধায়কের এই রহস্য মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও (সকাল পৌনে দশটা) কোনও মন্তব্য করেননি। কোনও টুইটও করেননি তিনি। তবে ঘরোয়া আলোচনায় তৃণমূল নেতারা বলেন, ঘটনার প্রাথমিক তদন্ত হওয়ার আগেই দিলীপবাবু যে ভাবে খুনের অভিযোগ করলেন এবং তৃণমূলের বিরুদ্ধে আঙুল তুললেন তা দায়িত্বশীল রাজনীতি নয়। বিধায়কের মৃত্যুর ঘটনা মর্মান্তিক। রাজ্য পুলিশ নিশ্চয়ই সবরকম তদন্ত করবে।
Shri Debendra Nath Ray, BJP MLA from Hemtabad was found hanging, chilling reminder that there is no democracy in West Bengal. Pre-planned murder by @mamataofficial’s goons. #DemocracyKillerMamata pic.twitter.com/Ac9AzhZCx2
— Mukul Roy (@MukulR_Official) July 13, 2020