
রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু, দমদমের প্রৌঢ় প্রয়াত সল্টলেকের হাসপাতালে
সোমবার ভোররাতে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি স্কটল্যান্ড ফেরত হাবড়ার তরুণী ও লন্ডন ফেরত বালিগঞ্জের তরুণের হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। ডাক্তাররা ছোটাছুটি করতে থাকেন। ডাক্তারদের অনেকক্ষণের চেষ্টার পরে তাঁদের অবস্থা স্থিতিশীল হয়।
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে প্রথম করোনাভাইরাসে আক্রান্তের মৃত্যু হল। কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন দমদমের বাসিন্দা এক প্রৌঢ়। জানা গিয়েছে, সোমবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। শনিবার রাতেই তাঁর শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়।
শুকনো কাশির সমস্যা নিয়ে গত ১৩ মার্চ থেকে ভুগছিলেন দমদমের ওই ব্যক্তি। তারপর কাশি ও শ্বাসকষ্ট বাড়তে থাকায় তাঁকে সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তিন দিন হাসপাতালে ডাক্তারদের পর্যবেক্ষণে থাকার পরেও তাঁর উপশম বিশেষ হয়নি। বরং শ্বাসকষ্ট বাড়তে থাকে। ১৯ মার্চ শ্বাসকষ্ট বেড়ে এমনই হয় যে তাঁকে ভেন্টিলেটরে রাখতে হয়। ডাক্তাররা তাঁকে ইসিএমও সাপোর্টে রাখার পরামর্শ দেন।
তবে তখনও তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস পরীক্ষার জন্য পাঠানো হয়নি। পরে তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য নাইসেড এবং এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। তাতেই পজিটিভ রেজাল্ট ধরা পড়ে। করোনাভাইরাসের জীবাণু পাওয়া যাওয়ার পর জানা যায়, সম্প্রতি ওই প্রৌঢ়ের পরিবারের কোনও সদস্যই বিদেশে যাননি। তারপরেই বোঝা যায় কলকাতায় সামাজিক সংস্পর্শে করোনাভাইরাসে সংক্রামিত প্রথম ব্যক্তি হলেন ওই প্রৌঢ়।
দমদমের এই বাসিন্দার শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়ার পরে তাঁর স্ত্রী, মা, পরিচারিকা ও তাঁর পরিবারকেও আইসোলেশনে রাখা হয়েছে। তাঁদেরও পরীক্ষা করে দেখা হচ্ছে।
এতদিন কলকাতা-সহ রাজ্যে ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেও সবার অবস্থা স্থিতিশীল ছিল। তবে সোমবার ভোররাতে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি স্কটল্যান্ড ফেরত হাবড়ার তরুণী ও লন্ডন ফেরত বালিগঞ্জের তরুণের হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। ডাক্তাররা ছোটাছুটি করতে থাকেন। ডাক্তারদের অনেকক্ষণের চেষ্টার পরে তাঁদের অবস্থা স্থিতিশীল হয়। হঠাৎ এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল বেলেঘাটা আইডিতে। তার কয়েক ঘণ্টা পরেই রাজ্যে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। আর এই ঘটনা সামনে আসার পর থেকে আরও আতঙ্ক রাজ্যবাসীর মনে।
ইতিমধ্যেই নবান্নে সর্বদল বৈঠক শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও জানিয়েছেন, রাজ্যে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর খবর তাঁর কাছে এসে পৌঁছেছে। এই অবস্থায় আর কী সতর্কতা নেওয়া যেতে পারে সে ব্যাপারেই আলোচনা হওয়ার কথা এই বৈঠকে।