
দ্য ওয়াল ব্যুরো: ফের একবার করোনার ধাক্কা টলিপাড়ায়। করোনা আক্রান্ত হয়েছেন জনপ্রিয় রিয়্যালিটি শো সারেগামাপা-র চারজন বিচারক শ্রীকান্ত আচার্য, মনোময় ভট্টাচার্য, মিকা সিং ও আকৃতি কক্কর। আরও দুই বিচারক রাঘব চট্টোপাধ্যায় ও ইমন চক্রবর্তীর হালকা জ্বর রয়েছে। অবশ্য সুস্থ রয়েছেন আর এক বিচারক জয় সরকার ও শোয়ের সঞ্চালক আবির চট্টোপাধ্যায়। এই ঘটনার পরে নভেম্বর মাসে সারেগামাপা-র শ্যুটিং নিয়েই উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্রের খবর, শোয়ের অন্যতম বিচারক শ্রীকান্ত আচার্য জানিয়েছেন, তাঁর উপসর্গ না থাকলেও কয়েক দিন ধরে শরীর একটু কাহিল লাগছিল। তাই করোনা টেস্ট করান। তাতে ১৬ অক্টোবর রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। অন্যদিকে কয়েক দিন আগে আচমকাই জ্বর আসে আর এক বিচারক মনোময় ভট্টাচার্যের। তারপরেই সপরিবারে কোভিড টেস্ট করান তিনি। তাতে সবার রিপোর্ট পজিটিভ আসে। করোনা আক্রান্ত হওয়ার পরেই সবাই মিলে হোম আইসোলেশনে রয়েছেন।
অন্যদিকে মুম্বই থেকে আসা দুই বিচারক মিকা সিং ও আকৃতি কক্কর এই বিষয়ে সংবাদমাধ্যমে কোনও মন্তব্য করেননি। যদিও জানা গিয়েছে, তাঁদের শরীরেও মৃদু উপসর্গ ছিল। তারপরেই করোনা টেস্ট করায় রিপোর্ট পজিটিভ আসে তাঁদের। তাঁরাও হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে খবর। অবশ্য শো শুরু হওয়ার আগে মিকা ও আকৃতি ১৪ দিন কোয়ারেন্টাইনে ছিলেন বলেই জানা গিয়েছে। তারপরেই শোয়ে যোগ দেন তাঁরা।
সারেগামাপা-র আরও দুই বিচারক রাঘব চট্টোপাধ্যায় ও ইমন চক্রবর্তীর হালকা জ্বর রয়েছে বলে জানা গিয়েছে। রাঘব বাড়িতেই রয়েছেন। সম্প্রতি মেয়ের জন্মদিন পালন করেছেন তিনি। অন্যদিকে ইমন সম্প্রতি সুরকার নীলাঞ্জন দাসের সঙ্গে নিজের এনগেজমেন্ট সেরেছেন। ঘরোয়া অনুষ্ঠানেই সেই কাজ সেরেছেন তিনি।
বিচারক জয় সরকার ও সঞ্চালক আবির চট্টোপাধ্যায় অবশ্য সুস্থই রয়েছেন। সূত্রের খবর, তিনদিন অন্তর নিজের করোনা পরীক্ষা করাচ্ছেন আবির। পুজোর সময় বিভিন্ন অনুষ্ঠানও নাকি বাতিল করেছেন তিনি। জয়ও বাড়িতেই রয়েছেন। আপাতত তাঁর শরীর ভাল রয়েছে বলেই জানা গিয়েছে। শোয়ের প্রতিযোগীদের বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি। কী ভাবে এই সংক্রমণ ছড়াল তাও বুঝে উঠতে পারছেন না তাঁরা।
এভাবে একটি রিয়্যালিটি শোয়ের চার বিচারক করোনা আক্রান্ত হওয়ার খবরে আতঙ্ক ছড়িয়েছে টলিপাড়ায়। প্রশ্ন উঠছে সুরক্ষাবিধি নিয়ে। স্টুডিওর মধ্যে বেশি সংখ্যক লোক নিয়ে কাজ করতে গিয়ে সমস্যা হচ্ছে, নাকি ঠিকভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। আগামী নভেম্বরে ফের শ্যুটিংয়ের শিডিউল রয়েছে সারেগামাপা-র। সেই শিডিউলের আগে শুরু হয়েছে ডামাডোল। শ্যুটিং শুরু হওয়ার আগে চ্যানেলকে চিঠি লেখার কথা ভাবছেন বিচারকরা। স্বাস্থ্যবিধি নিয়ে আরও সতর্ক থাকার আবেদন করা হতে পারে বিচারকদের তরফে।