
দ্য ওয়াল ব্যুরো: কোভিডে মৃতদের ডেথ সার্টিফিকেট পেতে পরিবারের লোকজনকে হয়রানির মধ্যে পড়তে হচ্ছে বলে বিস্তর অভিযোগ আসছিল। তা রুখতেই এবার কড়া পদক্ষেপ নিল স্বাস্থ্য দফতর।বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন কোভিড আক্রান্তকে যদি সরকারি হাসপাতালে স্থানান্তর করার সময় মৃত্যু হয় তাহলে ওই বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমকেই ডেথ সার্টিফিকেট সার্টিফিকেট দিতে হবে।
নির্দেশিকায় বলা হয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনও কোভিড আক্রান্ত বেসরকারি হাসপাতালে হয়তো চিকিত্সাধীন কিন্তু সেই পরিবারের আর্থিক সংস্থান নেই। সেক্ষেত্রে বেসরকারি হাসপাতাল স্থানান্তর করে দেয় সরকারি হাসপাতালে। অনেক ক্ষেত্রে বাড়ির লোকজনও হয়তো বলেন, ডিসচার্জ করে দেওয়ার কথা।
সরকারি হাসপাতালে পৌঁছনোর আগে যদি সেই রোগীর মৃত্যু হয় তাহলে তিনি আগে যেখানে ভর্তি ছিলেন সেই প্রতিষ্ঠানকেই ডেথ সার্টিফিকেট দিতে হবে। ১৯৭৯ সালের জন্ম-মৃত্যু নথিভুক্তিকরণ আইন অনুযায়ীই এই নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর।

স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, এই রকম অনেক ঘটনা ঘটছে। মৃতের পরিবারের লোকজনকে হয়রানির মধ্যে পড়তে হচ্ছে। তা যাতে না হয় সে ব্যপারে নির্দেশিকা জারি করে বলে দিল রাজ্য।