
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ফের শ্যুটআউট ব্যারাকপুর শিল্পাঞ্চলে। বুধবার পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় নোয়াপাড়া মায়াপল্লীর ত্রাস নেপাল দাসকে (৪৮)। মাথায় গুলি লাগে তার। ঘটনাস্থলেই মৃত্যু হয় নেপালের। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। দুপুরের পর এই ঘটনা ঘটলেও সন্ধে পর্যন্ত নেপাল খুনে কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি।
তৃণমূল বিধায়ক বিকাশ বসু খুনে অন্যতম অভিযুক্ত ছিল নেপাল। নেপাল ও গোপাল দু’ভাই। সিপিএম জমানায় নোয়াপাড়া, ভাটপাড়ার ত্রাস ছিল এই দুই ভাই। একাধিক খুন সহ বিভিন্ন অপরাধমূলক কাজে বারবার নাম জড়ায় নেপালদের।
প্রসঙ্গত, বিকাশ বসু খুনের মামলায় নেপালদের সঙ্গে জেলে যেতে হয়েছিল অর্জুন সিংকে। যদিও পরে অর্জুন ওই মামলায় জামিন পান।
রেললাইনের ধারে কলোনি এলাকা মায়াপল্লী। মূলত নিম্নবিত্ত মানুষের বসবাস ওই এলাকায়। আর সেখানেই বেড়ে ওঠে নেপাল গোপালদের সাম্রাজ্য। ব্যারাকপুরের অনেকের মতে, একটা সময় ছিল প্রাক্তন সিপিএম সাংসদ তড়িত্বরণ তোপদারের হয়ে ভোট করাত দুই ভাই। পরে অবশ্য জামানা বদলের পর সিপিএমের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করে নেপাল-গোপাল। ক্রমশ তৃণমূল ঘনিষ্ঠতা বাড়তে থাকে তাদের।
গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মনে করা হচ্ছে সমাজ বিরোধীদের অন্য কোনও গোষ্ঠীর সঙ্গে সংঘাতেই এই খুনের ঘটনা ঘটেছে। দিনের বেলা প্রকাশ্য রাস্তায় খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সেই সঙ্গে আরও একবার প্রশ্ন উঠে গেল ব্যারাকপুর শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।