
দ্য ওয়াল ব্যুরো: তুমুল বৃষ্টিতে মাটি হতে চলেছে পুজোর আনন্দ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ষষ্ঠী থেকে অষ্টমী, পুজোর প্রথম তিনদিনই বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামী ১৯ অক্টোবর ঠিক পুজোর মুখেই বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তার প্রভাবেই এই বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আলিপুর জানিয়েছে, ১৯ তারিখ অর্থাৎ আগামী সোমবার মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হবে তা ২৪ ঘণ্টার মধ্যে আরও বেশি শক্তিশালী হবে। এরপর অগ্রসর হবে ওড়িশা এবং অন্ধ্র উপকূলে। তবে এই নিম্নচাপের প্রভাবে এ রাজ্যে দক্ষিণ পশ্চিমী ঝঞ্ঝার সাহায্যে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকবে। তার জেরেই বজ্রবিদ্যৎ-সহ হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস বাংলা থেকে বর্ষা বিদায় নিতে এখনও বেশ কিছুটা দেরি রয়েছে। যে হারে বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হচ্ছে তাতে এটা স্পষ্ট যে বিদায়বেলায় যথেষ্ট সক্রিয় মৌসুমী বায়ু। তাই নিম্নচাপের দোসর ঘূর্ণাবর্ত। দুইয়ের প্রভাবেই বারবার বৃষ্টি হচ্ছে রাজ্যে। এমনই এক শক্তিশালী নিম্নচাপ নতুন করে তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে।
আবহাওয়া দফতর জানিয়েছে, মূলত ২১ থেকে ২৬ অক্টোবর অর্থাৎ পঞ্চমী থেকে দশমী পর্যন্ত রোজই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ২২ থেকে ২৪ অক্টোবর অর্থাৎ ষষ্ঠী থেকে অষ্টমী এইন তিনদিন কলকাতা এবং অন্যান্য জেলাতেই বৃষ্টির তীব্রতা ও স্থায়িত্ব বাড়তে পারে।
কলকাতায় আজ অর্থাৎ ১৬ থেকে আগামী ২০ অক্টোবর পর্যন্ত হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আর ২১ থেকে ২৬ অক্টোবর অর্থাৎ পুজোর সময়ে কলকাতায় বৃষ্টির পরিমাণ, তীব্রতা ও স্থায়িত্ব বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে ২২ থেকে ২৪ তারিখ পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার ক্ষেত্রেও ছবিটা একই থাকবে।
অন্যদিকে উত্তরবঙ্গে পুজোর আগে ১৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আর পুজোর কয়েকদিন অর্থাৎ ২১ অক্টোবর পঞ্চমী থেকে ২৬ অক্টোবর দশমী পর্যন্ত হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর।