
দ্য ওয়াল ব্যুরো: ফের ভেল্কি দেখাল শীত। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রির ঘরে। বুধবার তা একবারে ১৯ ডিগ্রিতে গিয়ে পৌঁছেছে। হঠাৎ করে তাপমাত্রা বাড়লেও শীতের একটা হালকা আমেজ রয়েছে। তার কারণ হল কুয়াশা। গতকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকে রয়েছে রাজ্য। বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে। তার ফলে একটা আর্দ্র স্যাঁতস্যাঁতে ভাব রয়েছে বাতাসে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ ৫৮ শতাংশ ও সর্বোচ্চ পরিমাণ ৯৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি। সকাল থেকে কুয়াশার জন্য দৃশ্যমানতা নেমে গিয়েছে অনেক নীচে। রাস্তায় লাইট জ্বালিয়ে যাতায়াত করছে গাড়ি।
কিন্তু হঠাৎ করে কেন এতটা বাড়ল তাপমাত্রা? উত্তর-পশ্চিম ভারতের ঠান্ডা উত্তুরে হাওয়ার সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা দক্ষিণ-পশ্চিম পুবালি হাওয়ার একটা লড়াই চলছে। তাতে পুবালি হাওয়ার প্রভাব বেশি। এই পুবালি হাওয়ার হাত ধরে রাজ্যে ঢুকেছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। তার ফলেই আকাশে কুয়াশার এত প্রভাব। আর এই কুয়াশার জন্যই তাপমাত্রা বাড়তে শুরু করেছে।
তবে এই তাপমাত্রা বৃদ্ধি সাময়িক বলেই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে দক্ষিণ-পশ্চিম হাওয়ার দাপট কমে গিয়ে উত্তুরে হাওয়ার দাপট বাড়বে। ফলে তাপমাত্রাও কমবে। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি নামতে পারে বলে খবর।

আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে ঠান্ডার আমেজ ভালই থাকবে। বিদায় নেওয়ার আগে ফের ছোট্ট একটা ইনিংস খেলতে চাইছে শীত। রবিবার পর্যন্ত এই আমেজ থাকবে। তারপরে ফের তাপমাত্রা বাড়তে থাকবে বলেই পূর্বাভাস। অন্যদিকে উত্তরবঙ্গে আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর জানিয়েছে, দর্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।