
দ্য ওয়াল ব্যুরো: পূর্বাভাস ছিলই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল আজ থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় একধাক্কায় তাপমাত্রা অনেকটাই কমবে। হয়েছে তেমনটাই। গতকালের তুলনায় আজ তাপমাত্রা কমেছে প্রায় ৩ ডিগ্রি। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এই তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল সন্ধ্যায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৪২ শতাংশ। আবহাওয়া দফতর জানিয়েছে আজ কলকাতার তাপমাত্রা ১৭ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আজ ভোরের দিকে ভালই শিরশিরানি ছিল বাতাসে। গতকালের তুলনায় বেশ খানিকটা কমেছে তাপমাত্রাও। বাতাসে রয়েছে বেশ কনকনে শীতের আমেজ। কলকাতার তুলনায় জেলাগুলিতে তাপমাত্রা আরও ৩ থেকে ৪ ডিগ্রি কম।
গতকালই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল যে আগামী দু-তিন দিনের মধ্যে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে রাজ্যে। কলকাতাতেও পারদ নিম্নমুখী হবে। যদিও কলকাতায় ১৫ ডিগ্রির নীচে তাপমাত্রা কমার সম্ভাবনা এই মুহূর্তে নেই বলে জানিয়েছেন আবহবিদরা। আগামী সপ্তাহে বুধবার নাগাদ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই একধাক্কায় তাপমাত্রা বেশ কিছুটা নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে আগামী সপ্তাহে শীতের আমেজ ফিরলেও শহরে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম।
কারণ আবারও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হবে। ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি বাড়াবে এই নিম্নচাপ। এর পর তামিলনাড়ু ও পন্ডিচেরি উপকূলে পৌঁছে প্রভাব ফেলবে এই নিম্নচাপ। তবে এই নিম্নচাপের সেভাবে সরাসরি কোনও প্রভাব বাংলায় পড়বে না। কিন্তু এই নিম্নচাপ রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার ক্ষেত্রে বাধা তৈরি করবে। দিনের বেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকলেও রাতের তাপমাত্রা এখনও স্বাভাবিকের উপরে থাকবে।