
দ্য ওয়াল ব্যুরো: বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হবে আর তার জেরে পুজোর সময় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই যে বৃষ্টি হবে সেকথা গত সপ্তাহেই জানিয়েছিল আলিপুর। আবহাওয়া দফতরের সেই পূর্বাভাস মিলিয়ে তৃতীয়া থেকেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। আজ সকাল থেকেই আকাশ মেঘলা ছিল কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। বেলা গড়াতেই ঝেঁপে বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। এর মধ্যেই হাওড়া এবং হুগলি জেলার বিভিন্ন অংশেও বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে।
আর্দ্রতাজনিত চরম অস্বস্তি আর গুমোট গরমের মাঝে খানিক স্বস্তি দিচ্ছে এই বৃষ্টি। তাপমাত্রায় বিশেষ হেরফের না হলেও হাল্কা ঠান্ডা একটা হাওয়ার প্রভাবে কিছুটা মনোরম হয়েছে আবহাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ ১৯ অক্টোবর মধ্য-বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি আরও শক্তিবৃদ্ধি করবে। তারপর অগ্রসর হবে ওড়িশা এবং অন্ধ্র উপকূলে। তবে এই নিম্নচাপের প্রভাবে বাংলাতেও দক্ষিণ পশ্চিমী ঝঞ্ঝার সাহায্যে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকবে। আর তার জেরেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুজোর কয়েক দিন।
আলিপুরের পূর্বাভাস আগামীকাল ২০ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত মূলত হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতায়। আর ২১ থেকে ২৬ অক্টোবর অর্থাৎ পুজোর সময়ে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত কলকাতায় বৃষ্টির পরিমাণ, তীব্রতা ও স্থায়িত্ব বাড়তে পারে। বিশেষ করে ২২ থেকে ২৪ অক্টোবর অর্থাৎ ষষ্ঠী, সপ্তমী এবং অষ্টমী এই তিনদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানিয়েছে, আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। অন্যদিকে গতকাল সন্ধ্যায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ গত কয়েক দিন ধরেই অত্যন্ত বেশি। যার জেরে দিনের বেলা ভ্যাপসা-গুমোট গরমে টেকা দায়। চরম আর্দ্রতাজনির অস্বস্তিতে হাঁসফাঁস অবস্থা কলকাতাবাসীর। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ছবিটা একই। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৭০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ছিটেফোঁটা বৃষ্টিও হয়নি।
তবে আজ বেলার দিকে বৃষ্টি হওয়াতেই খানিকটা ঠান্ডা হয়েছে আবহাওয়া। যদিও আবহবিদরা বলছেন এই স্বস্তি নিতান্তই সাময়িক। তাঁরা জানিয়েছেন, পুজোয় বৃষ্টি হলেও বাতাসের চরম আর্দ্রতা কমবে না। ফলে অস্বস্তি বজায় থাকবেই। আজ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২৬ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।