
নরেন্দ্র মোদীর মিথ্যা কথা বলা অভ্যেস হয়ে গেছে: বিধানসভায় মুখ্যমন্ত্রী
দ্য ওয়াল ব্যুরো: রবিবার হলদিয়ার সভা থেকে পিএম কিষাননিধি বাংলায় বাস্তবায়িত না হওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বাজেট নিয়ে বিধানসভায় বলতে গিয়ে প্রধানমন্ত্রীকে ঠারেঠোরে মিথ্যাবাদী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রধানমন্ত্রীর অভিযোগ ছিল, মমতা সরকার প্রকল্পটি বাস্তবায়িত না করলেও রাজ্যের ২৫ লক্ষ কৃষক অনলাইনে পিএম কিষানের জন্য আবেদন করেন। তাতে চাপে পড়েছে রাজ্য সরকার। এখন বলছে, প্রকল্পটি চালু করতে তারা রাজি। কিন্তু এখনও পর্যন্ত ২৫ লাখের মধ্যে মাত্র ৬ হাজার কৃষকের নামের লিস্ট বানাতে পেরেছে। কিন্তু তাদের অ্যাকাউন্টেও কেন্দ্র টাকা দিতে পারছে না। কারণ ব্যাঙ্ক ডিটেইলই দেওয়া হয়নি।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “নরেন্দ্র মোদীর সব সময় মিথ্যা কথা বলা অভ্যেস হয়ে গেছে। ওরা (পড়ুন কেন্দ্রীয় সরকার) একটা আলাদা পোর্টাল করেছে। আমাদের ভেরিফিকেশন করতে বলেছে। ৬ লক্ষ কৃষকের মধ্যে আমরা ইতিমধ্যেই ২.৫ লক্ষ ভেরিফিকেশন করেও পাঠিয়েছি৷ আর কী করতে পারি!” সেইসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমরা চাই ভাগচাষী থেকে শুরু ক্ষেত মজুররাও কৃষক নিধির সুবিধা পাক। আমাদের যে প্রকল্প আছে তাতে এক কাঠা জমি থাকলেও কৃষক বন্ধুর সুবিধা পান চাষিরা। আর ওদের প্রকল্পে ২ একর জমি যাদের আছে তাদের দিচ্ছে।”
প্রধানমন্ত্রী পরিষ্কার জানিয়েছিলেন, “এখানকার সরকার কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য রাজ্য এজেন্সির ব্যাঙ্ক ডিটেলই দেয়নি”। সে ব্যাপারে অবশ্য সোমবার কোনও আলোকপাত করেননি মুখ্যমন্ত্রী।

রাজ্য বাজেট তথা ভোট অন অ্যাকাউন্ট নিয়ে বিরোধীরা সমালোচনার সুর তীব্র করেছে। গতকাল হলদিয়ার সভা থেকে শুভেন্দু অধিকারী বলেছেন, যে বাজেট পেশ হয়েছে তা আমেরিকাকেও ছাপিয়ে গেছে। লোকে হাসাহাসি করছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “বাজেট নিয়ে কেউ কেউ রাজনীতির কথা বলছেন। এটাকে ভোটের ইস্তাহার বলছেন। আর যদি এটা ভোটের ইস্তাহারই হয় তাহলে কোনও অসুবিধা আছে? সবই তো মানুষের জন্য।”
মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় জোর গলায় বলেন, “কেউ কেউ বলছেন আমরা কিছুদিন আছি। জেনে রেখে দিন, আমরা আবার থাকব। আর বিপুল জয় নিয়েই আসব।”