
দ্য ওয়াল ব্যুরো: অগস্ট মাসে বাংলায় সাত দিন লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। জুলাইয়ে তিন দিন পূর্ণ লকডাউনে দেখা গিয়েছিল হাওড়া ও শিয়ালদহে দূরপাল্লার বিশেষ ট্রেন ঢোকায় চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে যাত্রীদের।
রাজ্যের তরফে রেলের কাছে আবেদন জানানো হয়েছিল, লকডাউনের দিনগুলিতে যাতে দূরপাল্লার ট্রেন বাংলায় না আসে। সেই আর্জি মেনে অগস্টে লকডাউনের দিনগুলিতে অনেক ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল। তালিকা দিয়ে বলা হয়েছে, পাটনা-শালিমার, হাওড়া-যশবন্তপুর, ভুবনেশ্বর-হাওড়া রুট-সহ একাধিক রুটের দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। কোনদিন কোন ট্রেন বাতিল বাতিল তার তালিকাও দিয়েছে দক্ষিণ পূর্ব রেল।
গত ২৮ জুলাই দ্বিতীয়বার সংশোধনের পর নবান্নের তরফে জানানো হয়, অগস্টে সাত দিন রাজ্যে পূর্ণ লকডাউন হবে। সেই দিনগুলি হল, ৫ অগস্ট বুধবার, ৮ অগস্ট শনিবার, ১৬ অগস্ট রবিবার, ১৭ অগস্ট সোমবার, ২৩ অগস্ট রবিবার, ২৪ অগস্ট সোমবার এবং ৩১ অগস্ট সোমবার। এই দিনগুলিতে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।
গত ২৩ জুলাই লকডাউনের দিন সকাল সাড়ে দশটা নাগাদ হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে ঢোকে নয়াদিল্লি-হাওড়া এসি স্পেশাল ট্রেন। সেই ট্রেনের যাত্রীদের জন্য রাজ্য সরকারের তরফে বেশ কিছু বাসের ব্যবস্থা করা হয়েছিল ঠিকই। কিন্তু যাত্রী সংখ্যার তুলনায় তা ছিল অপ্রতুল। মুর্শিদাবাদ, নদিয়া-সহ দূরের জেলাগুলির কয়েকশ মানুষকে প্রায় আড়াই ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় গাড়ির জন্য। বেলা একটা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়।
কিছুক্ষণ পর আবার কয়েকটি ট্রেন ঢোকে হাওড়ায়। ফলে চূড়ান্ত বিশৃঙ্খলার ছবি ধরা পড়ে হাওড়া স্টেশনের বাইরে। দাঁড়িয়ে থাকা বাসে ওঠার জন্য ট্রেন থেকে নামা যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। দেখা যায় বাসের সিট পেতে জানলা দিয়ে গলে বাসে উঠছেন যাত্রীরা। সামাজিক দূরত্বের বিধি কার্যত শিকেয় ওঠে। পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় কর্তব্যরত পুলিশকর্মীদের।
লকডাউনের দিনে হাওড়া স্টেশনের বাইরে ট্যাক্সি বা ওলা-উবেরও মেলেনি। কলকাতা ও লাগোয়া জেলার অনেক যাত্রীর বাড়ির লোক গাড়ি বা মোটর সাইকেল নিয়ে হাওড়ার স্টেশনের বাইরে পৌঁছেছিলেন বটে। কিন্তু দূরের জেলাগুলির যাত্রীদের চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়তে হয়। তারপরের দু’দিনও একই ছবি ধরা পড়ে শিয়ালদহ ও হাওড়ায়। এরপর রাজ্যের তরফে লকডাউনের দিনে ট্রেন বন্ধ রাখার আর্জি জানানো হয়।
দেখে নিন তালিকা-