
ক্ষমতায় এলে ‘ভাইপোর শান্তিনিকেতন’ নিলাম করে টাকা ফেরত: ব্রিগেডে সেলিম
দ্য ওয়াল ব্যুরো: গত দেড় মাস যাবৎ বিজেপি কী করছে? নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারীরা তৃণমূলের তীব্র সমালোচনা করার পাশাপাশি সরকারে এলে কী করবেন তার একটা বিকল্প মডেল তুলে ধরার চেষ্টা করছেন।
রবিবাসরীয় ব্রিগেডে মহম্মদ সেলিম ছাড়া কারও বক্তৃতায় উঠে এল না তাঁরা কী করতে চান। সেই জায়গায় সেলিম যখন শিল্পায়নের কথা বললেন, ফি বছর এসএসসি, পিএসসি পরীক্ষার কথা বলে লোক নিয়োগের কথা বললেন তেমনি হুঁশিয়ারি দিয়ে বললেন, চিটফান্ডের লুঠের টাকা ফেরত দেওয়া হবে।
এদিন সিপিএমের এই পলিটব্যুরোর সদস্য বলেন, “আমরা ক্ষমতায় এলে যারা লুঠ করেছে তাদের বাড়ি, সে ‘শান্তিনিকেতন’ হলেও নিলাম করব। সমস্ত শূন্যপদ পূরণ করব। নিয়মিত এসএসসি হবে, মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হবে।”
একই সঙ্গে ব্রিগেডের শক্তিকে বুথে পৌঁছে দেওয়ার ডাক দেন এই বাম নেতা। তাঁর কথায়, “শুধু ব্রিগেডে লড়াই নয়, বুথে লড়াইটা নিয়ে যেতে হবে!” ভোট লুঠ নিয়ে তৃণমূলের উদ্দেশে কটাক্ষ করে সেলিম বলেন, “বুথগুলোতে ভূত আছে। এবার সেই ভূত তাড়াতে হবে। ব্রিগেডের উত্তাপ বুথে পৌঁছে আরও বাড়াতে হবে।আমরা এমন তাপ বাড়াব যে তৃণমূল গলে জল হয়ে গেলেও বিজেপি বাষ্প হয়ে যাবে।”
একটা সময়ে ভোটের আগে স্ক্রুটিনি করে পাড়ায় পাড়ায় সিপিএম কর্মীরা বলে দিতে পারতেন এই বুথে এত লিড হবে সেই বুথে অত মাইনাস। কিন্তু সেই সংগঠন আর নেই। বহু জায়গায় প্রাক ভোটের কাজে বিএলএ নিয়োগ করাই কঠিন হয়েছে কয়েক বছরে। যদিও বাম নেতারা বলেন লোক নেই তা নয় তবে সন্ত্রাসের জন্য কাজটা করা যায় না। একুশের আগে কর্মীবাহিনীকে বুথমুখী করতে চাইলেন সেলিম।