
দ্য ওয়াল ব্যুরো: তিন মাসের পুত্রসন্তানকে বিক্রির অভিযোগ মায়ের বিরুদ্ধে। উত্তেজিত জনতা অভিযুক্ত মহিলাকে পুলিশে হাত তুলে দিয়েছে বলে খবর। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য জলপাইগুড়িতে।
পুলিশ সূত্রে খবর অভিযুক্ত বাবলি দাস জলপাইগুড়ির মহামায়া পাড়ার বাসিন্দা। এলাকাবাসীর অভিযোগ ৪০ হাজার টাকার বিনিময়ে নিজের তিন মাসের ছেলেকে বিক্রি করে দিয়েছেন বাবলি। স্থানীয়রা জানিয়েছেন, গত দেড় মাস ধরে এলাকায় ছিলেন না এই মহিলা। তিনি শিলিগুড়িতে ছিলেন বলেও দাবি করেছেন এলাকাবাসী।
এরপর আচমকাই জলপাইগুড়ি ফিরে আসেন বাবলিদেবী। সঙ্গে ছিল না তাঁর তিন মাসের শিশুপুত্র। স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাঁরা বাবলিকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। স্থানীয়দের দাবি, লাগাতার প্রশ্ন করায় মুখ ফসকে বাবলি বলে ফেলেন যে ৪০ হাজার টাকার বিনিময়ে ছেলেকে বিক্রি করে দিয়েছেন তিনি।
স্থানীয় এক বাসিন্দার কথায়, বাবলি ইসলামপুরের বাসিন্দা ভোলা সিং নামে এক ব্যক্তির কাছে তাঁর সন্তানকে বিক্রি করেছেন। এলাকার অনেকেই বলেছেন, এর আগেও বেশ কয়েকবার সন্তান বিক্রির অভিযোগ উঠেছিল বাবলির বিরুদ্ধে। তাই এবার বাবলি অন্তঃসত্ত্বা হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তাঁর উপর নজরদারি চালাচ্ছিলেন এলাকাবাসী। তবে তাঁদের অভিযোগ বাবলি সবকিছু টের পেয়েই শিলিগুড়িতে পালিয়ে যায়।
শনিবার রাতেই জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ জানান এলাকাবাসী। তাঁদের দাবি কেবল বাবলি নয়, এই ঘটনায় জড়িত রয়েছে কোনও বড় শিশু পাচারকারী চক্র। অভিযুক্ত ভোলা সিং এবং পাচার চক্রের বাকি মাথাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি বিশ্বাশ্রয় সরকার জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে দু’জনকে।