
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: কোভিড বিধি মেনেই নবান্ন অনুষ্ঠানের আয়োজন করা হল বর্ধমানের অধিষ্ঠাত্রী সর্বমঙ্গলা মন্দিরে। বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির দক্ষিণবঙ্গের অন্যতম পীঠস্থান। এখানে দেবী সর্বমঙ্গলা রূপে পুজিতা হন। এই মন্দির ঘিরে অনেক উপকথা আছে। রাজা তেজচন্দের আমলে এখানে সুন্দর মন্দির পত্তন হয়। তার আগে জেলেবাড়ির মেছেনিরা নাকি এই মূর্তির উপরে গুগলি শামুক ভাঙতেন। স্বয়ং রামকৃষ্ণ এই মন্দিরে এসেছেন বলে কথিত আছে।
কোভিড সংক্রমণের কারণে টানা ছ’মাস ধরে মন্দিরের গেটে তালা পড়েছিল। আনলক পর্ব শুরু হতেই কোভিডের নির্দেশিকা মেনে গেটের তালা খুলেছে সর্বমঙ্গলা মন্দিরেও।রবিবার মন্দিরে হল নবান্ন উৎসব। প্রতিবছর ভক্তদের ভিড় উপছে পড়ে এই মন্দিরে। এ বার নিয়ন্ত্রিত ভিড়। সংক্রমণ এড়াতে রয়েছে স্যানিটাইজার টানেল। মাস্ক ছাড়া নো এন্ট্রি। স্বাস্থ্য আগে, শাস্ত্র পরে এই এবারের মূলমন্ত্র। ট্রাস্টের সম্পাদক সঞ্জয় ঘোষ বলেন, ‘‘সর্বমঙ্গলা মন্দিরে নবান্ন উৎসব দিয়ে গোটা রাঢ়বঙ্গে নবান্নের সূচনা হল। কোভিডের জন্য এতদিন ভোগবিলি বন্ধ ছিল। আজই প্রথম সাধারণের জন্য ভোগ বিলি করা হবে।তবে তা সংখ্যায় অন্য বছরের তুলনায় কম। এবার ৮০০ জনকে ভোগ দেওয়া হবে।’’
অন্য বছর নবান্ন অনুষ্ঠানে প্রচুর লোকজনের সমাবেশ হয়। কিন্তু এবার সকাল থেকে ভিড় অনেকটাই কম। কোভিড সংক্রমণের কারণে ছ’মাস মন্দির বন্ধ ছিল। কিন্তু দেবী আরাধনার ক্ষেত্রে রাজার আমল থেকে চলে আসা রীতির কোনও অন্যথা হয়নি। আজও হবে না। জানিয়েছেন ট্রাস্টি বোর্ডের কর্মকর্তারা।