
দ্য ওয়াল ব্যুরো: আজ মঙ্গলবার। যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলাকে কয়লা কাণ্ডে জেরা করতে যাওয়ার কথা সিবিআইয়ের। কিন্তু সিবিআই গোয়েন্দারা অভিষেকের কালীঘাটের বাড়ি শান্তিনিকেতনে পৌঁছনোর আগেই, সেখানে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল সাড়ে ১১টা নাগাদ অভিষেকের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। ১১টা ৩৫ নাগাদ সেখান থেকে তিনি বেরিয়ে যান। ঠিক তার ২ মিনিটের মধ্যে সেখানে ঢোকেন সিবিআই গোয়েন্দারা।
বেআইনি কয়লা পাচার কাণ্ডের সূত্র ধরে রবিবার দুপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলাকে নোটিস দিতে তাঁর বাড়িতে পৌঁছে গেছিল সিবিআই টিম। ২৪ ঘণ্টার মধ্যে সোমবার সিবিআইকে জবাব দেন রুজিরা। জানান, মঙ্গলবার তিনি সময় দিতে পারবেন সিবিআইকে। সেই মতো আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করতে সিবিআই গোয়েন্দারা অভিষেকের কালীঘাটের বাড়ি শান্তিনিকেতনে পৌঁছেছেন।
রবিবার রুজিরার পাশাপাশি তাঁর বোন মেনকা গম্ভীরকেও নোটিস দিয়েছিল তদন্ত এজেন্সি। সোমবার ফের তাঁরা যান পঞ্চসায়রের আবাসনে। সিবিআই আধিকারিকরা আবাসনের দুয়ারে যেতেই তাঁদের গাড়ি আটকে দেন নিরাপত্তারক্ষীরা। বেশ কিছুক্ষণ কথাবার্তা চলে গোয়েন্দাদের সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের। তারপর গাড়ি বাইরে রেখে ভিতরে ঢোকে সিবিআই টিম। তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় মেনকাকে। জানা গিয়েছে, দেশি-বিদেশি ব্যাঙ্কের বিভিন্ন তথ্য জানতে চাওয়া হয়েছে।
এখন দেখার রুজিরাকে কতক্ষণ জেরা করেন গোয়েন্দারা।