
বীরভূমে বিস্ফোরণ: একবছর আগের ঘটনার তদন্তে নামল এনআইএ
দ্য ওয়াল ব্যুরো: বীরভূমের লোকপুর থানা এলাকায় হঠাত্ই হানা দিল এনআইএ গোয়েন্দাদের দল। চলল তল্লাশি। যা নিয়ে জেলা প্রশাসনের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে।
এক বছর আগে অর্থাত্ ২০১৯ সালে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল বীরভূমের লোকপুরে। সেই ঘটনার তদন্ত করছে সিআইডি। বুধবার হঠাত্ সেখানেই হাজির হন এনআইএ গোয়েন্দারা।
যে বাড়িটিতে বিস্ফোরণ হয়েছিল সেখানে যান জাতীয় তদন্ত সংস্থার আধিকারিকরা। ওই ঘটনায় যাদের নামে এফআইআর হয়েছে তাদের বাড়িতেও যায় এনআইএ দল।
কিন্তু এক বছর পর কেন এই অভিযান?
এ ব্যাপারে অবশ্য কিছু স্পষ্ট করেনি এনআইএ। তবে অনেকের ধারণা, নির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। পুজোর পরেও মুর্শিদাবাদ থেকে আলকায়দা যোগে গ্রেফতার করেছে এনআইএ। তদন্ত সংস্থা আগেই জানতে পেরেছিল, মুর্শিদাবাদ থেকে ধৃতদের সঙ্গে বীরভূমের অনেকের নিয়মিত যোগাযোগ রয়েছে। এখন সেই কারণেই এই হানা কি না তা স্পষ্ট নয়।
খাগড়াগড় কাণ্ডের পর থেকে রাজ্যে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী জামাত উল মুজাহিদিনের সঙ্গে জড়িত থাকার অভিযোগেও এনআইএর জালে ধরা পড়েছে অনেকে। কিন্তু আল কায়দা যোগের ঘটনা সামনে আসে মাস দুয়েক আগে।