
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: বীরভূমে গত বছর হওয়া দুটি বিস্ফোরণের ঘটনায় এবার তদন্ত শুরু করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। এই তদন্তের জন্য এনআইএ-র তরফে তিন সদস্যের একটি দল পাঠানো হয়েছে। গত দু’দিন ধরে লোকপুর ও সাহাপুর দুটি জায়গায় যান তদন্তকারী অফিসাররা। বিস্ফোরণ স্থল থেকে নমুনা সংগ্রহ করেন তাঁরা। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও। এই তদন্তের সময় তাঁদের সঙ্গে ছিলেন বীরভূম জেলা পুলিশের আধিকারিকরাও।
রাজ্য রাজনীতিতে গত কয়েক বছর ধরে বারবার শিরোনামে উঠে এসেছে বীরভূম। একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে এই জেলায়। বোমাবাজির ঘটনাও ঘটেছে। তেমনই দুটি বিস্ফোরণের ঘটনার তদন্তে এসেছেন এনআইএ আধিকারিকরা। বুধবার লোকপুর থানার গাংপুর গ্রামে বাবলু মণ্ডলের বাড়িতে যান এনআইএ আধিকারিকরা। গত বছর ২০ সেপ্টেম্বর তাঁর বাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে বাড়ির একাংশ উড়ে যায়। সেখান থেকে নমুনা সংগ্রহ করেন তাঁরা। স্থানীয়দের জিজ্ঞাসাবাদও করেন।
তারপরে বৃহস্পতিবার দুবরাজপুরের সাহাপুর পঞ্চায়েতের রেঙ্গুনি গ্রামে যান এনআইএ আধিকারিকরা। গত বছর ১৯ অগস্ট সেখানে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি শেখ বদরুদ্দোজার বাড়িতে বিস্ফোরণের ঘটনার তদন্ত করতে যান তাঁরা। ওই বিস্ফোরণে ভেঙ্গে পড়েছিল বাড়ির একাংশ। স্থানীয়রা দাবি করেছিলেন, বাড়িতে মজুত বোমায় বিস্ফোরণ হয়। সেখান থেকে নমুনা সংগ্রহ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেন এনআইএ আধিকারিকরা।
এই প্রসঙ্গে বীরভূম জেলার পুলিশ সুপার শ্যাম সিং বলেন, “গত বছরের দুটি পুরনো বিস্ফোরণের মামলায় তদন্ত করছে এনআইএ আধিকারিকরা। জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের সবরকম সাহায্য করা হচ্ছে।”