
দ্য ওয়াল ব্যুরো: বাড়ি ভাঙছিল প্রোমোটারের লোক। আর তাতেই ঘটল বিপত্তি। দেওয়াল ভেঙে মাথায় পড়ল এক পথচারীর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বৃহস্পতিবার বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে হুগলির উত্তরপাড়া-কোতরং পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সরোজ মুখোপাধ্যায় স্ট্রিটে। মৃতের নাম সুকুমার দাস (৪৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত সুকুমারবাবু একজন দোকান ব্যবসায়ী। উত্তরপাড়ার জামরুলতলার বাড়ি থেকে সাইকেল চালিয়ে দোকান খুলতে যাচ্ছিলেন। সেই সময়ই ওই বাড়ির একটি অংশ আচমকা তাঁর মাথায় পড়ে। আহত হন আরও একজন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং দমকল। আসেন পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদবও। স্থানীয় বাসিন্দারাও হাত লাগান উদ্ধারে। চাঙড় সরিয়ে মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাড়ি ভাঙার কাজ করাচ্ছিলেন যে প্রোমোটার, তিনি স্থানীয় তৃণমূল কাউন্সিলর অঞ্জলি পাত্রর স্বামী। এক সিপিএম নেতার দাবি, পৌরসভা এই প্রোমোটারের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করুক। এবং মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিক।
চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, “এখানে তৃণমূল-কংগ্রেস-সিপিএমের ব্যাপার নেই। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এত দিন পৌরসভা বাড়ি করার ক্ষেত্রে হয় অনুমোদন দিত নয় নাকচ করত। বাড়ি ভাঙার অনুমতির জন্য কেউ পৌরসভার কাছে আসেন না। তবে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা নির্দেশিকা জারি করব। যাতে বাড়ি ভাঙলেও পৌরসভাকে অবগত করা হয়।” চেয়ারম্যান মেনে নিয়েছেন, এই বাড়ি ভাঙার ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত ছিল।