
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: জমির মালিকানা নিয়ে সংসারে দীর্ঘদিন ধরে প্রচণ্ড অশান্তির জেরে ছেলেকে গলা কেটে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করল বাবা-মা। এই ঘটনা ঘটেছে কোচবিহার জেলার ১ নম্বর ব্লকের হাড়িভাঙ্গা গ্রামে। খুনের কথা জানাজানির পরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম জয়ন্ত কুমার সরকার (৪৫)। প্রতিবেশীরা জানান, দীর্ঘদিন ধরেই বাবা-মায়ের সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছিল ছেলেদের। তাই নিয়ে নিত্য অশান্তি লেগেছিল। রবিবার বিকেলের পর জয়ন্ত কাজ থেকে ফিরে এসে স্নান করতে গেলে দা নিয়ে তার উপর চড়াও হয় তার বাবা-মা। গলায় কোপ মেরে খুন করা হয় তাকে। এরপর দরজায় শিকল তুলে দিয়ে সোজা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন বৃদ্ধ তপন সরকার ও স্ত্রী ছায়ারানি সরকার।
এমন মর্মান্তিক ঘটনা জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় হাড়িভাঙ্গা অঞ্চলে। স্থানীয় বাসিন্দারা জানান, জমিজমা নিয়ে মা-বাবার সঙ্গে সংঘাত ছিল ছেলেদের। তাই নিয়েই চলত অশান্তি। কিন্তু তার জেরে যে এমন কাণ্ড ঘটবে, তা বুঝতে পারেননি কেউ। অশান্তি চরমে উঠলে মধ্যস্থতা করেছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্যও। তাতে সাময়িকভাবে সমস্যা মিটে যায়। কিন্তু কয়েক দিন পরেই নতুন করে সংঘাত সৃষ্টি হয়।। তারপরেই ঘটল এমন মারাত্মক ঘটনা।
রবিবার আচমকা ছেলের উপর ঝাঁপিয়ে পড়ে ধারালো অস্ত্র দিয়ে তার ছেলের গলার নলি কেটে খুন করার অভিযোগ উঠেছে বাবা-মায়ের বিরুদ্ধে। খুনের ঘটনা সামনে আসতেই শিউরে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। ছেলেকে মেরে ঘরে তালা বন্ধ করে সরাসরি কোতোয়ালি থানায় চলে দিয়েছিলেন স্বামী-স্ত্রী। থানা থেকে স্থানীয় ভিলেজে পুলিশকে ওই বাড়িতে গিয়ে ঘটনা খতিয়ে দেখতে বলা হয়। তারপরেই এই ভয়াবহ ঘটনার খবর জানতে পারেন সকলে। ওই দম্পতির আরেক ছেলের দায়ের করা এফআইআরের ভিত্তিতে কোতোয়ালি থানার পুলিশ স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করে।