
দ্য ওয়াল ব্যুরো: মাদক কাণ্ডে কিছুদিন আগেই গ্রেফতার হয়েছেন বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক পামেলা গোস্বামী। আলিপুর আদালতে তাঁকে তোলার সময় পামেলা চিৎকার করে সংবাদমাধ্যমের সামনে বলেন, কৈলাস বিজয়বর্গীয়র ঘনিষ্ঠ বিজেপি নেতা রাকেশ সিং তাঁকে ফাঁসিয়েছেন। তারপরেই মাদক কাণ্ডে রাকেশ সিংকেও তলব করে লালবাজার। আজ তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু আজ তিনি লালবাজারে যেতে পারবেন না বলেই জানিয়েছেন রাকেশ সিং।
সোমবার লালবাজার জানিয়েছিল মঙ্গলবার বিকেল ৪টের মধ্যে হাজিরা দিতে হবে রাকেশকে। কিন্তু রাকেশ ইমেল করে জানিয়েছেন, আজ তিনি হাজিরা দিতে পারছেন না। কারণ মঙ্গলবার ও বুধবার দিল্লিতে জরুরি কাজ রয়েছে তাঁর। বৃহস্পতিবারের পরে কোনও দিন তাঁকে ডাকা হলে তাঁর যেতে কোনও অসুবিধা নেই বলেই জানিয়েছেন রাকেশ।
অবশ্য এই হাজিরা প্রসঙ্গে একটি আশঙ্কাও প্রকাশ করেছেন বিজেপি নেতা রাকেশ সিং। তিনি বলেন, তাঁর প্রাণহানির আশঙ্কা রয়েছে। তাই হাজিরা দেওয়ার সময় তাঁর সঙ্গে তাঁর আইনজীবী ও কেন্দ্রীয় বাহিনীর একজন দেহরক্ষীও থাকবে বলে জানিয়েছেন তিনি।
মাদক- সহ ধরা পড়ার পরে এই ঘটনায় সিআইডি তদন্তের দাবি জানিয়েছেন পামেলা গোস্বামী। তাঁর সঙ্গে গ্রেফতার হওয়া আর এক বিজেপি নেতা প্রবীর কুমার দে-কে আদালতে তোলার সময় তিনিও রাকেশ ঘনিষ্ঠ এক বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ করেছেন।
রাকেশ অবশ্য প্রথম থেকেই বলে আসছেন, তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা। তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন পামেলা। এই বিষয়ে কলকাতার পুলিশ কমিশনারকে একটি চিঠিও দিয়েছেন বিজেপি নেতা।