
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: মারাত্মক দুর্ঘটনা ঘটল জলপাইগুড়িতে। মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ ধূপগুড়ি জলঢাকা ব্রিজের কাছে বোল্ডার বোঝাই ট্রাকের সাথে টাটা ম্যাজিক ও মারুতি ভ্যানের সংঘর্ষ হয়।
স্থানীয় সুত্রে জানা গেছে, বোল্ডার বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বোল্ডারের নিচে চাপা পড়ে রয়েছে অল্টো আর টাটা ম্যাজিক গাড়টি। স্থানীয় মানুষজন হাত দিয়ে বোল্ডার সরিয়ে গাড়ি বের করার চেষ্টা করছে।
রাত সাড়ে দশটার খবর, ইতিমধ্যে বোল্ডারের নীচ থেকে দুজনের দেহ উদ্ধার হয়েছে বলে খবর। বরযাত্রীদের নেওয়ার জন্য অল্টো গাড়ি দাঁড়িয়ে ছিল। সেখানেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বোল্ডারের গাড়িটি। আর তার নীচে চাপা পড়ে যায় দুটি গাড়ি।
ঘটনাস্থলেপৌঁছেছে পুলিশ ও দমকল। খবর পেয়ে একটি সামাজিক অনুষ্ঠান বাতিল করে ঘটনাস্থলের উদ্দ্যেশ্যে রওনা দিয়েছেন ধূপগুড়ির বিধায়ক মিতালী রায়।