
দ্য ওয়াল ব্যুরো: প্রায় এক বছর পর আজ, বুধবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠক বসতে চলেছে। এর আগে গত বছর ডিসেম্বর মাসে শেষবার বৈঠক হয়েছিল রোগী কল্যাণ সমিতির। তারপর কোভিড পরিস্থিতির কারণে বৈঠক হয়নি।
জানা গিয়েছে, আজকের বৈঠকে কোভিড পরিস্থিতি নিয়েই আলোচনা হবে। প্রাধান্য পাবে করোনা ভাইরাস সংক্রান্ত আলোচনা। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ডিসেম্বর মাসের পর থেকেই ধীরে ধীরে থাবা বসাতে শুরু করেছিল কোভিড। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথও করোনায় আক্রান্ত হন। লকডাউন পর্বে তাই আর বৈঠক করা সম্ভব হয়নি। জানা গিয়েছে, আজকের এই বৈঠকে থাকবেন স্বপন দেবনাথ। এছাড়াও থাকবেন জেলাশাসক এনাউর রহমান, পুলিশ সুপার ভাস্কর মুখার্জি , অতিরিক্ত জেলাশাসক-সহ পৌরসভা, পূর্ত দফতর-সহ হাসপাতালের সুপার, ডেপুটি সুপার এবং বিভিন্ন বিভাগের প্রধানরা।
হাসপাতালের এক কর্তা জানিয়েছেন, কোভিড নিয়ে হাসপাতালে কী কী কাজ হয়েছে, কীভাবে পরিষেবা দেওয়া হয়েছে সেই বিষয়ে একটি স্লাইড শো দেখানোর ব্যবস্থা করা হয়েছে। গত বছরের বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল ডেঙ্গি মোকাবিলার ব্যাপারে। কোভিডের পাশাপাশি ডেঙ্গি নিয়ে কী কী কাজ হয়েছে সেই বিষয়েও থাকছে বিশেষ স্লাইড শোয়ের ব্যবস্থা। হাসপাতাল চত্বরে ঝোপঝাড় পরিষ্কার করা, জীবাণুনাশক স্প্রে করা, নর্দমা পরিষ্কার-সহ একাধিক বিষয় রাখা হচ্ছে বিভিন্ন স্লাইডে।
বর্ধমান হাসপাতালে বর্জ্য নিষ্কাশন নিয়েও সমস্যা রয়েছে। সাধারণ জঞ্জালের পাশাপাশি ‘বায়ো মেডিক্যাল ওয়েস্ট’ ম্যানেজমেন্ট নিয়েও চলে টালবাহানা। হাসপাতালের কলেরা ওয়ার্ডের পাশে এই ধরনের বর্জ্য পদার্থের প্যাকেট জমে থাকে। সঠিক সময়ে আবর্জনা পরিষ্কার হয় না। এই নিয়ে হাসপাতালে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কীভাবে এই সিস্টেম ঠিকঠাক করা যায় সেই নিয়েও বৈঠকে আলোচনা করা হবে।
কোভিড, ডেঙ্গুর পাশাপাশি হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন নিয়েও আলোচনা হবে আজকের বৈঠকে। হাসপাতালে জন্য প্রয়োজনীয় বিভিন্ন মেশিনপত্র কেনা নিয়েও আলোচনা হবে সেখানে। ম্যানুয়াল সিস্টেম ছাড়াও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রিপোর্ট দ্রুত পাওয়া যাবে এমন মেশিন কেনা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এছাড়াও ল্যাবের মেশিনপত্র কেনা, ক্যান্টিনের পাশের গার্ডওয়াল নির্মাণ এসব নিয়েও আলোচনা হবে। বর্ধমান হাসপাতালের পার্কিং এবং
হাসপাতালের সুলভ শৌচাগারের টেন্ডার নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে আজকের বৈঠকে।
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার প্রবীর সেনগুপ্ত বলেছেন, বিভিন্ন বাধা বিপত্তি কাটিয়ে কীভাবে কোভিড বা ডেঙ্গুর মত বিষয়কে সামলানো হয়েছে এবং আগামী দিনেও হবে সেইসব নিয়েই আলোচনা হবে আজকের বৈঠকে। এছাড়াও পূর্ত দফতরের কিছু বিষয় এবং জরুরী বিভাগের সামনের ভবনে অক্সিজেন লাইন নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন তিনি।