
দ্য ওয়াল ব্যুরো: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল সোমবার থেকে ফের কমবে রাজ্যের তাপমাত্রা। আরও একটা ছোট্ট ইনিংস খেলবে শীত। সেইমতোই রবিবারের পরে মেঘ বিদায় নিতেই নামল তাপমাত্রা। শহরের তাপমাত্রা স্বাভাবিকের নীচে নামতেই ফের ফিরল শীতের আমেজ। আগামী দু’দিন তাপমাত্রা আরও কমবে বলেই জানিয়েছে আলিপুর। অর্থাৎ এখনও কিছুদিন লেপ-কম্বলের তলাতেই কাটাতে হবে বাঙালিকে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ ৪৬ শতাংশ ও সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি।
আবহাওয়া দফতর জানিয়েছে, সকালের দিকে কুয়াশা দেখা যাবে রাজ্যের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গে কুয়াশার দাপট কিছুটা বেশিই হবে। তবে বেলা বাড়তেই ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে। তার ফলে তাপমাত্রার বিকিরণ ভাল হবে। আর ঠিক এই কারণেই তাপমাত্রা আরও কমবে। আগামী তিনদিন উত্তর-পূর্ব ভারতের অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরাতে অতি ঘন কুয়াশার সর্তকতা জারি করেছে মৌসম ভবন।
আলিপুর সূত্রে খবর, আগামী দু’দিন আরও নামবে তাপমাত্রা। বুধবার পর্যন্ত তা একই রকম থাকবে। বৃহস্পতিবার থেকে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা। জম্মু-কাশ্মীরে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে বলে জানিয়েছে মৌসম ভবন। ধীরে ধীরে তা উত্তর ভারতের দিকে অগ্রসর হবে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে এ রাজ্যেও। আর তাই বৃহস্পতিবার থেকে বাড়বে তাপমাত্রা। তবে তার আগে শীতের আরও একটা নতুন ইনিংস উপভোগ করবে বাঙালি।