
দ্য ওয়াল ব্যুরো: শীতের বিদায় যে প্রায় হয়ে গিয়েছে সে কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আর শীতের পরেই তো আসে বসন্ত। সেই বসন্ত কি এসে গিয়েছে বঙ্গে? আলিপুর জানাচ্ছে, বসন্তের আবহাওয়া তো উপস্থিত। আর কয়েক দিনের মধ্যেই পুরোপুরি বসন্ত ঋতু পা রাখবে রাজ্যে।
সকালে শীতের ভাব লক্ষ্য করা যাচ্ছে। বেলা বাড়লে বাড়ছে গরম। কলকাতায় সকালে হালকা কুয়াশা দেখা যাচ্ছে। কিন্তু বেলা বাড়লেই পরিষ্কার হচ্ছে আকাশ। এই আবহাওয়া জানান দিচ্ছে, বসন্ত এসে গেছে।
সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.০ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ ৩৪ শতাংশ ও সর্বোচ্চ ৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি।
আলিপুর জানিয়েছে, আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকায় হালকা শীতের আমেজ রয়েছে। উত্তরবঙ্গে অবশ্য আরও কিছুদিন থাকবে শীত। তবে আগামীকাল সকাল থেকেই কলকাতায় পরিষ্কার আকাশ দেখা যাবে। ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে। রাতের দিকেও গরম থাকবে।
মৌসম ভবন জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া জম্মু-কাশ্মীর, লাদাখ, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও উত্তরপ্রদেশে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন।