
দ্য ওয়াল ব্যুরো: পূর্বাভাস ছিলই। সেইমতো বেশ খানিকটা বাড়ল কলকাতার তাপমাত্রা। আগামীকাল এই তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে সোমবার থেকে ঠান্ডার আরও একটা স্পেল দেখা যাবে রাজ্যে। আজ সন্ধ্যা থেকেই আকাশে হালকা মেঘ থাকবে। রাতের দিকে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর।
আবহাওয়া দফতর সূত্র খবর, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ ৩৪ শতাংশ ও সর্বোচ্চ পরিমাণ ৯৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি।
আলিপুর জানিয়েছে, শনিবার সকাল থেকে থাকবে পরিষ্কার আকাশ। তবে বিকেলের পর থেকেই আকাশে হালকা মেঘ দেখা যাবে। রাতের দিকে মেঘের পরিমাণ বাড়বে। তার ফলেই রাতের দিকে অথবা আগামীকাল ভোরের দিকে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও হালকা শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা অর্থাৎ দার্জিলিং, কালিম্পংয়ে তুষারপাত হতে পারে বলেও জানানো হয়েছে। উত্তরবঙ্গের বাকি সব জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর।
শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলা যেমন কলকাতা, দুই ২৪ পরগনা, হগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়াতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ ও বীরভূমে হালকা শিলাবৃষ্টি হতে পারে। এই মেঘলা আবহাওয়ার ফলে আগামীকাল তাপমাত্রা আরও বাড়বে বলেই জানা গিয়েছে।
তাপমাত্রা বাড়লেও অবশ্য এখনই বিদায় নিচ্ছে না শীত। রবিবারের পর থেকে ফের তাপমাত্রা কমবে বলেই জানিয়েছে আলিপুর। আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত ফের একটা ছোট্ট ইনিংস খেলবে শীত। অবশ্য শীতের সঙ্গে সকালের দিকে কুয়াশার দাপট দেখা যাবে বঙ্গে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।