
তৃণমূলের প্রথম তালিকা আজই, তিন মন্ত্রীর আসন বদলের সম্ভাবনা
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের প্রথম প্রার্থী তালিকা আজ বুধবার ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দফা ও দ্বিতীয় দফায় মোট ৬০ টি আসনে ভোট হবে যথাক্রমে ২৭ মার্চ ও ১ এপ্রিল। এই দু’দফার জন্য তালিকা ঘোষণা হতে পারে আজ।
তৃণমূল শীর্ষ সূত্রে খবর, প্রথম তালিকায় রাজ্যের তিন মন্ত্রীর আসন বদল হতে পারে। কাঁথি দক্ষিণ আসনে বিধায়ক ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর আসন বদল অনিবার্যই ছিল। গত বিধানসভা ভোটে উত্তর দমদম আসনে পরাস্ত হওয়ার পর উপ নির্বাচনে কাঁথি দক্ষিণ আসনে তাঁকে জিতিয়েছিলেন শিশির অধিকারীরা। শুভেন্দু অধিকারী দল ছাড়ার পর কাঁথি দক্ষিণ আসন তৃণমূলের জন্য অতিশয় ঝুঁকিপূর্ণ। চন্দ্রিমাকে উত্তর দমদমেই ফিরিয়ে আনা হতে পারে।
আসন বদল হতে পারে কারগরি শিক্ষামন্ত্রী পুর্ণেন্দু বসুর। রাজারহাট গোপালপুরের বিধায়ক তিনি। তাঁকে ঝাড়গ্রামের কোনও আসনে প্রার্থী করার সম্ভাবনা প্রবল। তবে পুর্ণেন্দু বসুর ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, ঝাড়গ্রামে দাঁড়াতে মন্ত্রীর আগ্রহ নেই। সে কথা নাকি তিনি দিদিকে ইতিমধ্যে জানিয়েছেন।
তা ছাড়া বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে রাসবিহারী কেন্দ্রের পরিবর্তে দক্ষিণ ২৪ পরগনা জেলার কোনও আসনে প্রার্থী করা হতে পারে। লোকসভা ভোটে রাসবিহারী আসনে পিছিয়ে ছিল তৃণমূল। রাসবিহারী এলাকায় শোভনদেবের সঙ্গে স্থানীয় তৃণমূল কাউন্সিলার ও নেতার বনিবনার অভাবের কথাও সুবিদিত। হয়তো সেই কারণেই তাঁর আসন বদল করা হতে পারে।
অতীতে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বিধায়ক ছিলেন শোভনদেব বাবু। তবে বারুইপুরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় হয়তো পুনরায় প্রার্থী হবেন। শোভনদেবকে অন্য কোনও আসনে প্রার্থী করা হতে পারে।
সূত্রের খবর, প্রার্থী তালিকায় বেশ কিছু নতুন মুখ দেখা যেতে পারে। আবার পুরনোদের ফিরিয়ে আনাও হতে পারে। লোকসভা ভোটে ঝাড়গ্রামে পরাস্ত হয়েছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ উমা সোরেন। তাঁকে আবার বিধানসভায় প্রার্থী করা হতে পারে।
তবে প্রথম তালিকায় অনেকেরই নজর থাকবে দুই মেদিনীপুরের উপর। কারণ, শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার পর দুই মেদিনীপুরে আসন জেতা তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ। তাই সেখানে কোনও প্রার্থী বদল করা হল কিনা বা নতুন কোনও মুখ আনা হল কিনা তা দেখার আগ্রহ রয়েছে অনেকেরই।