
দ্য ওয়াল ব্যুরো: বাংলার রাজনীতিতে যখন বাঙালি-অবাঙালি ইস্যু ক্রমশ দানা বাঁধছে তখন তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার চা চক্রে যোগ দিয়ে দিলীপবাবু বলেন, “বাংলার বিকাশে বাঙালিদের তুলনায় বাংলার বাইরের মানুষের ভূমিকা বেশি।”
কেন?
তার ব্যাখ্যাও দেন মেদিনীপুরের সাংসদ। এদিন দিলীপ ঘোষ বলেন, “ব্রিটিশ আমল থেকে বাংলার বাইরে থেকে মানুষ বাংলায় আসেন কাজ করতে। ১০০-২০০ বছর ধরে চলছে। গঙ্গার দুপারে এই যে এত চটকল, এত কারখানা, সেখানে কারা কাজ করেন?” তিনি আরও বলেন, “টানা রিকশা, ভ্যান কারা চালান, মুটিয়া-মজদুরের কাজ কারা করেন? বাংলার বিকাশে বাঙালিদের চাইতে বাংলার বাইরের লোকের ভূমিকা বেশি।”
তৃণমূলকেও বিঁধতে ছাড়েননি দিলীপ ঘোষ। তাঁর কথায়, “বাংলায় শাহরুখ খান হয়ে গেলেন আপন আর অন্যরা পর। বিহার থেকে এসে যাঁরা বাংলায় ঘাম ঝরান তাঁরা বহিরাগত আর প্রশান্ত কিশোর নিজের লোক!”
দিলীপের এ হেন বক্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বাংলায় যাঁরা থাকেন তাঁরা সবাই বাঙালি।” সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, “বিজেপির কাজই হচ্ছে বিভাজন তৈরি করা। কোথাও ধর্মের নাম আবার কোথাও ভাষার নামে। বাংলায় তৃণমূল আর বিজেপি বিভাজনের প্রতিযোগিতা করছে।”
সম্প্রতি বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতাদের বহিরাগত বলতে শুরু করেছে। বলা হচ্ছে, যাঁরা বাংলার মাটি চেনেন না তাঁরা বাংলায় এসে শাসন করতে চাইছেন। মনে করা হচ্ছে সেই প্রসঙ্গেই দিলীপ ঘোষ এদিন এই মন্তব্য করেছেন। বাংলার বাইরে থেকে আসা শ্রমিক-মজুরদের কাছে বার্তা দিতে চেয়েছেন, দেখো তোমরা যেখানে ঘাম ঝরাও সেখানে তোমাদেরও বহিরাগত বলা হচ্ছে!