
দ্য ওয়াল ব্যুরো: বেশ কিছুদিন ধরেই স্থানীয় বাসিন্দারা রেলগেটের দাবি জানাচ্ছিলেন। কিন্তু অনেক বলেও সেই দাবি মেটেনি। তাই বাধ্য হয়েই রেল অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার দুপুর ১.৫৫ থেকে শিয়ালদহ দক্ষিণ শাখার সোনারপুর ও সুভাষগ্রাম স্টেশনের মাঝে অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ সোনারপুর ও সুভাষগ্রাম স্টেশনের মধ্যে কোনও রেলগেট নেই। রেল লাইন পারাপার করার জন্য নেই কোনও পাকা রাস্তাও। বারবার বলার পরেও তাঁদের কথায় কান দেননি রেল দফতর। সোমবার এই রেলগেট না থাকার ফলেই ট্রেন দুর্ঘটনায় মারা যান একজন। তারপরেই আজ অবরোধ শুরু করেন তাঁরা।
এর ফলে প্রায় ১ ঘণ্টার উপর বন্ধ থাকে সোনারপুর থেকে বারুইপুর, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবারের দিকে ট্রেন চলাচল। বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। পরিস্থিত স্বাভাবিক করতে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন রেল পুলিশ। রেল পুলিশের তরফে মৌখিক ভাবে জানানো হয়, তাঁরা ব্যাপারটি গুরুত্ব দিয়ে দেখবেন। স্থানীয় মানুষদের দাবি পূরণ হবে সেই আশ্বাস দেন তাঁরা।
রেল পুলিশের কাছে আশ্বাস পাওয়ার পড়েই দুপুর ৩.১০ নাগাদ অবরোধ উঠে যায়। ফের স্বাভাবিক হয় ট্রেন চলাচল। তবে শিয়ালদহ দক্ষিণ শাখায় বজবজ ও ক্যানিং শাখার ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।