
দ্য ওয়াল ব্যুরো: হাল্কা শীতের আমেজে এলেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আপাতত নেই। আলিপুর জানিয়েছে, এখনও কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই রয়েছে। আগামী সপ্তাহের আগে তাপমাত্রা স্বাভাবিকের নীচে নামার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।
হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বেশ কিছুটা শীতের আমেজ এসেছিল গত কয়েকদিনে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর। সেই খবরেই আশা জেগেছিল যে তাহলে এবার বোধহয় জাঁকিয়ে শীত পড়তে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে সে আশায় জল ঢেলেছে আলিপুর।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর ও পশ্চিম ভারতে এবং মধ্যপ্রদেশ তাপমাত্রা নামলেও এখনই বিহার ও বাংলায় পারদ পতনের সম্ভাবনা নেই। আগামী চার থেকে পাঁচ দিনে উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্য এবং মধ্যপ্রদেশে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।
অন্যদিকে, বাংলায় এখন কয়েকদিন আংশিক মেঘলা আকাশের কারণে রাতের বেলায় তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে। চলতি সপ্তাহ জুড়ে এমনটাই হবে। বিশেষে হেরফের হবে না তাপমাত্রা। তবে আগামী শুক্রবার ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দু’এক জায়গায়।
আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। গতকাল সন্ধ্যায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। যদিও ভোরের দিকে কিন্তু হাল্কা শিরশিরানি রয়েছে বাতাসে। ভোররাতে শহর এবং শহরতলিতে শীতের আমেজ স্পষ্ট। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৪৫ শতাংশ। আজ কলকাতার তাপমাত্রা ২১ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
এছাড়া অসম, মেঘালয়, মণিপুর-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী দু’দিন ঘন কুয়াশার সর্তকতা জারি করেছে মৌসম ভবন। এর পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে সম্প্রতি দক্ষিণ-পূর্ব আরব সাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী দু-তিন দিন তামিলনাডু, কেরল, লাক্ষাদ্বীপ এবং কর্নাটক উপকূল এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।