
খাম প্রতীকে লড়বে আইএসএফ, প্রার্থী চূড়ান্ত হবে আজ রাতের মধ্যেই
দ্য ওয়াল ব্যুরো: কাল সোমবার প্রথম দফার দফার ভোটের মনোনয়ন। তার আগে সোমবার নির্বাচন কমিশন থেকে প্রতীক পেল আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ। আব্বাসের দলের সিম্বল হয়েছে খাম।
প্রথম দু’দফায় ৬০টি আসনে ভোট রয়েছে। তাতে চারটি আসনে লড়াই করবে আইএসএফ। তবে সোমবার দুপুর পর্যন্ত চার প্রার্থীর নাম চূড়ান্ত হয়নি। তবে সিপিএম সূত্রে জানা গেছে বাঁকুড়ার রাইপুর কেন্দ্রে সংযুক্ত মোর্চা সমর্থিত আইএসএফ প্রার্থী হিসেবে লড়বেন হেমন্ত সোরেন।
আব্বাস আগেই বলেছিলেন, তিনি শুধু মুসলমানদের জন্য দল গড়েননি। তাঁর লক্ষ্য আদিবাসী, দলিত, তফশিলী-সহ সমাজের অনগ্রসর শ্রেণির কল্যাণ করা। সেই মতো দলের সভাপতি করা হয়েছে শিমূল সোরেনকে।
এখনও নন্দীগ্রামের প্রার্থী ঘোষণা করেনি বামেরা। যেদিন বিমান বসু প্রথম দুই দফার প্রার্থী তালিকা ঘোষণা করেন সেদিন বলেছিলেন, নন্দীগ্রাম এবার হাই ভোল্টেজ। তাই আপাতত ফাঁকা রাখা হচ্ছে। একবার শোনা গিয়েছিল নন্দীগ্রামে আইএসএফ প্রার্থী দেবে। এখন জানা যাচ্ছে সেখানে সিপিএমও প্রার্থী দিতে পারে। এমনিতে নন্দীগ্রাম কেন্দ্রে বরাবরই বাম শরিক দল হিসেবে সিপিআই প্রার্থী দেয়। গতকাল জানা গিয়েছিল, সোমবার বিকেলের দিকে আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক বৈঠক হতে পারে। কিন্তু চারটে পর্যন্ত কোনও সাংবাদিক বৈঠকের খবর নেই।
ইতিমধ্যে কংগ্রেসও প্রথম দুদফার জন্য ১৩ আসনে ঘোষণা করে দিয়েছে। এখন দেখার ফুরফুরা শরিফ কখন নাম চূড়ান্ত করে।