
ব্রিটেনকে অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ডোজ পাঠাবে ভারত
দ্য ওয়াল ব্যুরো: ভারতে তৈরি কোভিড ভ্যাকসিন বিভিন্ন দেশে পাঠানো শুরু করেছে ভারত। এবার অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ডোজ পাঠানো হবে ব্রিটেনে। পুণের সেরাম ইন্সটিটিউট এই ডোজ বানিয়েছে।
মঙ্গলবার একটি বিবৃতি জারি করে ব্রিটেন সরকারের তরফে একথা জানানো হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি এই অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন তৈরির ছাড়পত্র আগেই পেয়েছিল বিশ্বের সবথেকে বড় ওষুধ প্রস্তুত কারক সংস্থা সেরাম। একাধিক দেশে এই ভ্যাকসিন পাঠাবে তারা।
সংবাদসংস্থা রয়টার্সকে ব্রিটেন সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, “অ্যাস্ট্রাজেনেকার ১০ কোটি ডোজ অর্ডার করেছে ব্রিটেন। তার মধ্যে ১ কোটি ডোজ পাঠাচ্ছে সেরাম ইন্সটিটিউট।” রয়টার্স আরও জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে ব্রিটেনের মেডিসিন অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি বা এমএইচআরএ সেরাম ইন্সটিটিউটের কাছ থেকে জানতে চেয়েছিল তাদের অর্ডার তৈরি কিনা। তাহলে সেই ডোজ ব্রিটেনে পাঠিয়ে দেওয়ার কথা জানায় তারা। সেই প্রক্রিয়া চলছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু যে কোভ্যাক্স প্রোগ্রাম চালাচ্ছে সেখানেও কোভিড ডোজ দেবে সেরাম ইন্সটিটিউট।
তবে এই ঘটনায় একটা সমালোচনাও শোনা যাচ্ছে। তবে কি গরিব ও তৃতীয় বিশ্বের দেশগুলিকে দমিয়ে বেশি ভ্যাকসিন পেয়ে যাচ্ছে প্রথম ও দ্বিতীয় বিশ্বের উন্নত দেশগুলি। বাংলাদেশ থেকে শুরু করে ব্রাজিলের মতো দেশগুলি ভারতের সেরাম ইন্সটিটিউটে তৈরি কোভিশিল্ডের উপরেই নির্ভর করে রয়েছে। সেখানে ইউরোপীয় দেশগুলি বেশি ডোজের অর্ডার দিয়ে আগে তা নিয়ে নিচ্ছে।
বিবৃতিতে ব্রিটেন অবশ্য জানিয়েছে, সেরাম ইন্সটিটিউটের সঙ্গে তারা কথা বলেছে যাতে ব্রিটেনে বেশি ডোজ পাঠাতে গিয়ে অন্য দেশগুলিকে দেওয়া প্রতিশ্রুতির অন্যথা না হয়। সেটা হবে না বলেই জানায় সেরাম। তারপরেই ১ কোটি ডোজ পাঠাতে বলে ব্রিটেন।
জানা গিয়েছে, এখনও পর্যন্ত ২ কোটির বেশি মানুষকে কোভিড টিকার প্রথম ডোজ দিয়ে দিয়েছে ব্রিটেন। ভারত থেকে ডোজ পৌঁছলে সেই কাজে আরও গতি আসবে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের ড্রাগ রেগুলেটরি কমিটি জানিয়েছে, দ্বিতীয় পর্যায়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে ১৮ কোটি ডোজ পাঠাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে অ্যাস্ট্রাজেনেকা।