
দ্য ওয়াল ব্যুরো: হেলিকপ্টার দুর্ঘটনায় বাস্কেট বল তারকা কোবে ব্রায়েন্টের মৃত্যু শোক কাটতে না কাটতেই ফের এক ক্রীড়া তারকা দুর্ঘটনার কবলে। লস এঞ্জেলেসে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে টাইগার উডসের গাড়ি। গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, টাইগার উডসের দু’পা এবং হাতে ব্যাপক আঘাত রয়েছে। তাঁর অস্ত্রোপচার হচ্ছে বলে জানা গিয়েছে। ভারতীয় সময় মঙ্গলবার গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফের দফতর। রোলিং হিলস এস্টেট সীমান্তে উডসের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ব্ল্যাকহর্স রোডের হাউথর্ন বুলেভার্ড দিয়ে উত্তর দিকে যাচ্ছিল উডসের গাড়ি। তখনই গাড়িটি নিয়ন্ত্রণ হারায়।

বছর খানেক আগে একবার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গাছে ধাক্কা মেরেছিলেন উডস। সেই সময় তাঁর আঘাত তেমন গুরুতর ছিল না। তবে এবার তাঁর আঘাত অত্যন্ত গুরুতর ও তাঁর শারীরিক অবস্থা সংকটজনক বলে জানা যাচ্ছে।
