
মিঠুন থাকছেন মোদীর ব্রিগেডে, রবিবারের মহামঞ্চে মহাগুরু
দ্য ওয়াল ব্যুরো: জল্পনা চলছিলই। শনিবার সেই জল্পনার অবসান ঘটালেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা বাংলার পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। জানিয়ে দিলেন, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশে থাকছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। রবিবার সকালের বিমানেই তাঁর কলকাতায় আসার কথা। শেষ মুহূর্তে বর কোনও বদল না হলে, রবি ব্রিগেডে গেরুয়া মঞ্চে দেখা যাবে মহাগুরুকে।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত তাঁর বাড়িতে গিয়ে দেখা করে এসেছেন। তারপর থেকেই জল্পনা তুঙ্গে উঠেছিল। এদিন কৈলাস স্পষ্ট করে জানিয়েছেন, এখনও পর্যন্ত মিঠুন যা বলেছেন তাতে রবিবার তিনি ব্রিগেডে থাকছেন। সন্দেহ নেই মিঠুন চক্রবর্তী বাংলার মানুষের কাছে একটি নাম। তাঁর উপস্থিতি ব্রিগেড সমাবেশে আলাদা উন্মাদনা তৈরি করবে বলেই মত অনেকের।

একটা সময়ে মিঠুন ছিলেন বামেদের অত্যন্ত ঘনিষ্ঠ। বলা ভাল প্রয়াত প্রাক্তন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তীর ঘরের লোক ছিলেন তিনি। সুভাষবাবুর মৃত্যুর পর তৎকালীন পূর্ব বেলগাছিয়া কেন্দ্রে সিপিএম প্রার্থী করে ছিল স্ত্রী রমলা চক্রবর্তীকে। সেই প্রচারেও দেখা গিয়েছিল মিঠুনকে।

বাম জমানার অবসানের পর তৃণমূলের সঙ্গে তথা দিদির সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে মিঠুনের। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে রাজ্যসভায় সাংসদও করেছিলেন। কিন্তু চিটফান্ড কেলেঙ্কারিতে নাম জড়ানোয় মিঠুন মাঝ মেয়াদেই রাজ্যসভা থেকে ইস্তফা দেন। তারপর বেশ কিছুদিন রাজনীতি থেকে দূরেই ছিলেন বর্ষীয়ান অভিনেতা। কিন্তু গত কয়েক মাস ধরেই তাঁর গেরুয়া যোগ নিয়ে জল্পনা তৈরি হতে থাকে।

মাস কয়েক আগে নাগপুরে আরএসএস সদরেও গিয়েছিলেন মিঠুন। সেই সময় অবশ্য সঙ্ঘের তরফে বলা হয়েছিল, তিনি আরএসএস-এর নিয়মকানুন জানতে গিয়েছিলেন।
এমনিতেই অভিনেতা-অভিনেত্রীদের তৃণমূল-বিজেপিতে যোগদানের পালা চলছে। অনেকে বলছেন, দু’দলের প্রপ্তিযোগিতা চলছে, কে কত তারকাকে দলে শামিল করতে পারেন। গতকাল দিদির প্রার্থী তালিকাতেও দেখা গিয়েছে তারকার ছড়াছড়ি। তবে নানান জল্পনার মাঝে রবিবারের মঞ্চে শেষ পর্যন্ত মিঠুন যদি উপস্থিত হন তাহলে তা হবে এই সময়ের সবচেয়ে হাই ভোল্টেজ উপস্থিতি।