দ্য ওয়াল ব্যুরো: মৃতের সংখ্যায় ইতালিকে ছাপিয়ে গেল ব্রাজিল। বিশ্বের কোভিড পরিসংখ্যানে মৃতের সংখ্যার নিরিখে আমেরিকা এবং ব্রিটেনের পর তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।
সারা বিশ্বে এখন কোভিড আক্রান্তের সংখ্যা প্রায় ৬৭ লক্ষ। মোট ৬৬,৯৭,৭৬৩ জন এ যাবৎ গোটা পৃথিবীতে করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা প্রায় ৪ লাখ। কোভিড-১৯ সংক্রমণে এখনও পর্যন্ত ৩,৯৩,১২৭ জনের মৃত্যু হয়েছে। আর সংক্রমণ সরিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩২,৪৪,৪২৩ জন।
করোনা আক্রান্তের সংখ্যা সর্বাধিক মার্কিন যুক্তরাষ্ট্রে। আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা মোট ১৯,২৪,০৫১। মৃত্যু হয়েছে ১,১০,১৭৩ জনের। সুস্থ হয়েছেন ৭,১২,২৫২ জন। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড ট্র্যাকারের ট্যালি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১০২১ জনের মৃত্যু হয়েছে আমেরিকায়।
করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্বের কোভিড পরিসংখ্যানে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। সেখানে কোভিড আক্রান্তের সংখ্যা ৬,১৫,৮৭০। সংক্রমণে মৃত্যু হয়েছে ৩৪,০৩৯ জনের। আর সুস্থ হয়েছেন ২,৭৪,৯৯৭ জন।
তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৪,৪১,১০৮। মৃত্যু হয়েছে ৫৩৮৪ জনের। আর কোভিড-১৯ সংক্রমণ সরিয়ে সুস্থ হয়েছেন ২,০৪,৬২৩ জন।
ইউরোপীয় দেশগুলির মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা সর্বাধিক স্পেনে। আর মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ব্রিটেনে। বিশ্বের কোভিড পরিসংখ্যান অনুযায়ী, স্পেনে করোনা আক্রান্তের সংখ্যা ২,৮৭,৭৪০। মৃত্যু হয়েছে ২৭,১৩৩ জনের। আর ব্রিটেনে করোনায় আক্রান্ত হয়েছেন ২,৮১,৬৬১। সংক্রমণে মৃত্যু হয়েছে ৩৯,৯০৪ জনের। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্বের কোভিড পরিসংখ্যানে স্পেনের স্থান চতুর্থ। আর ব্রিটেন রয়েছে পঞ্চম স্থানে।